Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeদেশRation Card: ১.১৭ কোটি কার্ড বাতিলের পথে কেন্দ্র! করদাতাদের রেশন নয়

Ration Card: ১.১৭ কোটি কার্ড বাতিলের পথে কেন্দ্র! করদাতাদের রেশন নয়

নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—আয়করদাতারা রেশন পাবেন না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রেশন কার্ড আর শুধু পরিচয়পত্র নয়, নাগরিকত্বের প্রমাণও নয়। ক্রমে খাদ্যসুরক্ষার আওতায় যাঁরা প্রকৃত সুবিধাভোগী নন, তাঁদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র।

নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—আয়করদাতারা রেশন পাবেন না। শুধু তাই নয়, যাঁরা আর্থিকভাবে যোগ্য নন, তাঁদের কার্ডও খারিজ হয়ে যাবে।

আরও পড়ুনঃ হাজার হাজার টাকা লাভ…! চওড়া কৃষকদের মুখে মুখে

কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দফতর ইতিমধ্যেই আয়কর দফতর ও সিবিডিটির কাছ থেকে করদাতাদের তথ্য নিয়েছে। সেই তথ্য মিলিয়ে দেখা হচ্ছে রেশন গ্রাহকদের তালিকার সঙ্গে। কেন্দ্রের হিসেব বলছে, এ পর্যন্ত সারা দেশে ১ কোটি ১৭ লক্ষ রেশন কার্ড সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সেগুলি তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

তথ্য বলছে, ৯৪ লক্ষ ৭১ হাজার মানুষ আয়কর দিচ্ছেন অথচ রেশন সুবিধাও ভোগ করছেন। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের ডেটা অনুযায়ী, ৫ লক্ষ ৩১ হাজার কার্ডধারী কোনও না কোনও সংস্থার মালিক। সড়ক ও পরিবহণ দফতরের তথ্য জানাচ্ছে, ১৭ লক্ষ ৫১ হাজার কার্ডধারীর নামে রয়েছে গাড়ি। অথচ জাতীয় খাদ্য সুরক্ষা আইনে স্পষ্ট, কেবল আর্থিকভাবে দুর্বল শ্রেণিই বিনামূল্যে বা সস্তায় রেশনের যোগ্য। সরকারি কর্মী, গাড়ির মালিক বা করদাতারা সেই তালিকায় পড়েন না।

আরও পড়ুনঃ ‘শক্তি’ ফুরিয়েগিয়েছিল! শিলিগুড়ি হয়ে নেপালে গেল ট্যাঙ্কার

কেন্দ্রের নির্দেশ, এঁরা যেন স্বেচ্ছায় নিজেদের রেশন কার্ড জমা দেন। নচেৎ জরিমানার মুখে পড়তে হবে। সরকারের দাবি, অবৈধ কার্ড বাতিল হলে প্রকৃত গরিবরা সুবিধা পাবেন।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের এক কর্তার কথায়, “রেশন সবার জন্য নয়। যারা প্রকৃত সুবিধাভোগী, তারাই পাবেন। ধনী, করদাতা বা গাড়ির মালিকরা বিনামূল্যে খাদ্য নেবেন, এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”

শুধু দিল্লিতেই মিলেছে ৬ লক্ষ ৭২ হাজার এমন কার্ড, যাঁদের ব্যাংকে

এই মুহূর্তে

আরও পড়ুন