সেজেছে রাষ্ট্রপতি ভবন। এসেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী। এসেছেন দিল্লির বড় বড় নেতারাও। আর তাদেরই উপস্থিতিতে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন সদ্য নির্বাচিত এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন।
শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে শপথ নেন তিনি। রাধাকৃষ্ণনকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলতি সপ্তাহের মঙ্গলবার পুরনো সংসদের সংবিধান ভবনে আয়োজিত হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচন। গোপন ব্যালটে ভোট দেন দুই কক্ষেরই শাসক-বিরোধী সাংসদরা। দিনশেষে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয় লাভ করেন এককালের সঙ্ঘ প্রচারক সিপি রাধাকৃষ্ণন।
আরও পড়ুনঃ ১.১৭ কোটি কার্ড বাতিলের পথে কেন্দ্র! করদাতাদের রেশন নয়
‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে হারিয়ে ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তিনি। এই গোপন ব্যালট নির্বাচনে রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট। সুদর্শন পেয়েছেন ৩০০টি ভোট। ফলাফলের এই অঙ্ক নিয়ে শুরু হয়েছে তরজাও। ইন্ডিয়া জোটের অন্দর থেকেই যে ‘ক্রস ভোটিং’ হয়েছে এই নিয়ে কোনও সন্দেহই নেই একাংশের বিশেষজ্ঞদের মনে।
আরও পড়ুনঃ হাজার হাজার টাকা লাভ…! চওড়া কৃষকদের মুখে মুখে
তবে উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে শপথ গ্রহণ, প্রতি মুহূর্তে যেন নতুন মোড়। শুক্রবার দেশের ১৫ তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথবাক্য পাঠ করছেন সিপি রাধাকৃ্ষ্ণন, সেই সময় দূরে নায়ডুদের সঙ্গে বসে থাকতে দেখা গেল পূর্বতন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। বাদল অধিবেশনের প্রথম দিনেই ইস্তফা দেওয়ার পর এই প্রথমবার জনসম্মুখে দেখা গেল তাঁকে।