বীরভূমের নলহাটির বাহাদুরপুরে ভয়াবহ দুর্ঘটনা। পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৫ জন শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ রক্তারক্তি কাণ্ড! বচসা তারপরই সংঘর্ষ; দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এ কি হল!
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই খাদান থেকে পাথর তোলার কাজ চলছিল। হঠাৎ খাদানের একাংশ ভেঙে ধসে পড়ে। সেই ধসে চাপা পড়েন ৯ জন শ্রমিক। খবর পেয়ে আশপাশের খাদান থেকে শ্রমিকেরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ধ্বংসস্তূপ থেকে পাঁচ শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। বাকিদের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ উত্তরপাড়ায় ভয়ঙ্কর ঘটনা! মালিকের মাথা থেঁতলে খুন
হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েছেন নিহত শ্রমিকদের পরিবার। ইতিমধ্যেই নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কীভাবে ধস নামল এবং নিয়ম মেনে পাথর তোলার কাজ হচ্ছিল কি না—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।