Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গDakshineswar Metro: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভরদুপুরে ছাত্রখুনে চাঞ্চল্যকর তথ্য! প্রশ্ন উঠছে নিরাপত্তা...

Dakshineswar Metro: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভরদুপুরে ছাত্রখুনে চাঞ্চল্যকর তথ্য! প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে

যাত্রীরাই বলছেন, “বাংলার যা অবস্থা হচ্ছে দিন দিন, তাতে তো ভবিষ্যৎ প্রজন্মকে বাংলায় বড় করতেই ভয় লাগছে।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভরদুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীর হাতে ১৭ বছরের ছাত্রের মৃত্যু নিয়ে উত্তেজনা তুঙ্গে। পুলিশের প্রাথমিক অনুমান প্রণয়ঘটিত কারণেই ওই ছাত্রের পেটে ছুরি মারা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত ছাত্র বাগবাজার বয়েজ স্কুলের একাদশের কলা বিভাগের ছাত্র। যারা হামলা চালিয়েছে তারা সেই স্কুলেরই বাণিজ্য বিভাগে পড়াশোনা করে।

শুক্রবার দু’দল ছাত্রের মধ্যে শুরু হওয়া ঝগড়ার মর্মান্তিক পরিণতি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেই হাতাহাতির মধ্যেই এক ছাত্রকে তারই এক বন্ধু ছুরি দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই ছাত্রের।

আরও পড়ুনঃ রক্তারক্তি কাণ্ড! বচসা তারপরই সংঘর্ষ; দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এ কি হল!

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। স্টেশন সূত্রে খবর, মেট্রো করে ওই ছাত্রদের একটি দল দক্ষিণেশ্বরে নামে। তখনই অজ্ঞাত কারণে তাদের মধ্যে বচসা বাঁধে। তা ধীরে ধীরে হাতাহাতিতে রূপ নেয়। এর পরেই হঠাৎ এক জন ছুরি বার করে সঙ্গীর পেটে হামলা চালায়। মাটিতে লুটিয়ে পড়তেই ওই পড়ুয়াকে দোতলার পিছনের দিকের সিঁড়ি দিয়ে নীচে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় বাকি পড়ুয়ারা।

আরও পড়ুনঃ পাথর তোলার সময় বীরভূমের খাদানে ধস, মৃত ৫ শ্রমিক

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। মেট্রো স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে আটক করেছে পুলিশ। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকেও জানানো হয়েছে, স্টেশনের ‘নন-টিকিটিং’ এলাকায় রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। কীভাবে কোনও ছাত্র ছুরি নিয়ে মেট্রোয় উঠতে পারল? ঢোকার সময় ব্যাগ পরীক্ষা কেন যথাযথভাবে হয়নি? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যাত্রীদের মধ্যে।

এই মুহূর্তে

আরও পড়ুন