আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় নৌসেনা। এবার ভারতীয় নৌবাহিনী প্রথম তাঁদের 3D এয়ার সার্ভিল্যান্স রাডার (3D-ASR) মাঠে নামাল। আগেই হয়েছে ট্র্য়ায়াল। স্প্যানিশ প্রতিরক্ষা সংস্থা ইন্দ্রার সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস ল্যানজা-এন তৈরি করে ফেলেছে। ল্যানজা-এন আসলে ইন্দ্রার ল্যানজা 3D রাডারেরই এটি ভার্সন। তবে নতুন ভার্সনটি নৌ-বাহিনীর কাজের জন্যই তৈরি হয়েছে। এই প্রথম স্পেনের বাইরে ল্যানজা-এন র্যাডার কাজ করতে চলেছে। দূরপাল্লার এয়ার ডিফেন্স এবং ক্ষেপণাস্ত্র-বিরোধী রাডারগুলির মধ্যে এর স্থান এক্কেবারে উপরের দিকে। ২০২০ সালে হওয়া প্রায় ১৪৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তির আওতায় অবশেষে এটি মাঠে নামছে।
আরও পড়ুনঃ নেপালে নতুন ইতিহাস; প্রথম মহিলা প্রধান বিচারপতি থেকে প্রথম মহিলা ‘কেয়ারটেকার’ প্রধানমন্ত্রী
এই সাফল্য একাধারে টাটা অ্যাডভান্সড সিস্টেমসেরও গৌরব আরও বাড়াল বলেই মত ওয়াকিবহাল মহলের। কারণ তাঁরাই উঠে এল প্রথম ভারতীয় সংস্থা হিসাবে যাঁরা নেক্সট জেন নৌ নজরদারি রাডার সিস্টেম তৈরি করে ফেলেছে। ফলে সক্ষমতার পরীক্ষায় একাধারে তাঁরা যেমন উত্তীর্ণ হল, তেমনই তাঁদের গ্রহণযোগ্যতাও অনেকাংশে বাড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের। এক বিবৃতিতে, টিএএসএল জানিয়েছে প্রথম কমিশনিংয়ের পর, ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরীতে অতিরিক্ত এই র্যাডার সিস্টেমকে জুড়ে ফেলা হবে।
আরও পড়ুনঃ আরবে আতঙ্ক ইহুদি হুঙ্কারে! ছ’টি মুসলিম দেশে বিমান এবং ড্রোন হামলা ইজ়রায়েলের
ইন্দ্রার ল্যানজা-এনের ক্ষমতা নিয়ে চর্চার পিছনে রয়েছে একাধিক কারণ। দূরপাল্লার নজরদারির ক্ষেত্রেও যেমন এর জুড়ি মেলা ভার। তেমনই এর 3D মডিউলেক নজরদারি সিস্টেম বিভিন্ন ধরণের ড্রোন, সুপারসনিক ফাইটার এবং অ্যান্টি-রেডিয়েশন মিসাইলের পাশাপাশি সকল ধরণের নৌবহর চিহ্নিত করতেও সক্ষম।