Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeআন্তর্জাতিক নিউজKamchatka: জারি সুনামির সতর্কতা; ৭.৪ মাত্রার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

Kamchatka: জারি সুনামির সতর্কতা; ৭.৪ মাত্রার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

সেভেরো-কুরিলস্ক শহর সহ একাধিক জায়গা ইতিমধ্যেই ফাঁকা করা হচ্ছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জোরাল ভূমিকম্প রাশিয়ায়। ৭.১ মাত্রার বিরাট এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্ব ক্ষেত্র পেত্রোপাভলোভস্ক-কামচটকা পেনিনসুলা। ঘটনার পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এদিকে মার্কিন ‘জিওলজিক্যাল সার্ভে’ জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।

আরও পড়ুনঃ চিকিৎসকের ভয়ঙ্কর কীর্তি! অপারেশন থামিয়ে নার্সের সঙ্গে বিশেষ কাজে! কী সেই কাজ?

ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এদিকে কামচটকার দক্ষিণপশ্চিমে অবস্থিত জাপানে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ নেপালে নতুন ইতিহাস; প্রথম মহিলা প্রধান বিচারপতি থেকে প্রথম মহিলা ‘কেয়ারটেকার’ প্রধানমন্ত্রী

উল্লেখ্য, গত জুলাই মাসে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল কামচটকার এই অঞ্চলে। ৮.৮ মাত্রার বিরাট এই ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান-সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা যায়। যার উচ্চতা ছিল প্রায় ১৩ ফুট। এরপর সুনামির ঢেউ আছড়ে পড়ে জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকা ও রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে। খালি করা দেওয়া হয় জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র। সুনামির সতর্কতা জারি করা হয় চিনের একাংশেও। ভূমিকম্পের পর এক্স হ্যান্ডেলে সতর্কবার্তা জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘প্রশান্ত মহাসাগরে সংঘটিত এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।’

কামচটকা বরাবরাই ভূমিকম্পপ্রবণ। ১৯৫২ সালে এক ভয়াবহ ভূমিকম্পের মাত্রা ছিল ৯.০। সেটাই ছিল সর্বোচ্চ। কয়েকদিন আগের ভূমিকম্প প্রায় এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এবার ফের কাঁপল ওই একই এলাকা। ছড়াল আতঙ্ক।

এই মুহূর্তে

আরও পড়ুন