সোমেন দত্ত, কোচবিহারঃ
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে জনসংযোগ বাড়াতে দুর্গাপুজোকে বেছে নিল কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুজোয় এ বছর ক্লাবগুলোকে ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি কোচবিহারের বহু ক্লাবকে আলাদা ভাবে চাঁদা দেওয়ার পরিকল্পনা করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।
কত টাকা করে তাঁরা চাঁদা দেবেন? সে বিষয়ে পরিষ্কার কিছু জানা না-গেলেও, কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার অন্তত ২০০ ক্লাবকে ‘সাহায্য’ দেওয়া হবে বলে দলীয় সূত্রে খবর। তাঁদের নিয়ে আগমনি উৎসব, এমনকী শোভাযাত্রা করার পরিকল্পনা নিয়েছে তাঁরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূলের সঙ্গে বিজেপির। শেষে অবশ্য বিজেপি প্রার্থী জয়ী হন। এ বার এই আসনটি দখল করতে চাইছে শাসকদল। সম্ভবত সেই কারণে সামাজিক উৎসবের মধ্য দিয়ে আরও জনসংযোগ বাড়াতে চাইছেন তাঁরা।
আরও পড়ুনঃ জারি সুনামির সতর্কতা; ৭.৪ মাত্রার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২০০টি পুজো কমিটিকে চাঁদা দেওয়ার পাশাপাশি ১৬ সেপ্টেম্বর কোচবিহার শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে একটি শোভাযাত্রা করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। শোভাযাত্রা শেষে ক্লাব কর্তৃপক্ষকে চাঁদা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
সেই কারণে প্রত্যেকটি ক্লাবকে তাদের নিজস্ব ব্যানার নিয়ে আসার জন্য বলা হয়েছে। দলের প্রত্যেকটি অঞ্চল সভাপতি এবং শহরের বুথ সভাপতিকে ক্লাব-কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। ১৩ সেপ্টেম্বর কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে এই পুজো কমিটিগুলোকে নিয়েই আগমনি উৎসব করবে তারা। সেখানে ক্লাব কমিটির সভাপতি এবং সম্পাদককে ডাকা হয়েছে।
আরও পড়ুনঃ অক্টোবরেই SIR? বাংলায় আগামী ১৭ সেপ্টেম্বর জ্ঞানেশ ভারতী
পুজোয় নিজেদের এলাকায় স্টল দিতেও বলা হয়েছে দলের ব্লক নেতৃত্বকে। সেখানে দলীয় পত্রিকা এবং মুখ্যমন্ত্রীর লেখা বই রাখতে হবে। হাজার হাজার মানুষের উপস্থিতিকে কাজে লাগাতে নেতাদের জনসংযোগ করতে হবে। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘গত বছর থেকেই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুজো কমিটিগুলোকে নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে।
আরও পড়ুনঃ চাপে ইজরায়েল! স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে ভোট দিল ভারত
এ বার তার সঙ্গে করা হবে আগমনি উৎসব। ক্লাব-কর্তাদের ডেকে সেখানে কথা বলা হবে। যারা চাঁদা চাইবেন তাদের চাঁদা দেওয়া হবে।’ তবে কত টাকা করে চাঁদা দেওয়া হবে, মন্তব্য করতে চাননি অভিজিৎ।