দার্জিলিং জেলার পানিট্যাঙ্কিতেই রয়েছে নেপাল সীমান্ত। তাই প্রতিবেশী দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে এসে নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশও করেছিলেন তিনি। তবে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে নেপালে। শুক্রবার রাতে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। আর এই দায়িত্ব নেওয়ার পরই সুশীলাকে অভিনন্দন জানালেন মমতা।
শনিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মমতা লেখেন, ‘নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় শ্রীমতী সুশীলা কার্কিকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব এবং সহযোগিতার গভীর বন্ধন লালন করার জন্য উন্মুখ।’
আরও পড়ুনঃ মাথার দাম ১ কোটি! জঙ্গলমহলে গণহত্যার নায়ক কিষেনজির স্ত্রীর আত্মসমর্পণ
প্রসঙ্গত, নেপালের কেপি ওলি শর্মার সরকার পতনের পর থেকেই জল্পনা চলছিল দেশটির নেতৃত্ব কে দেবেন। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছর বয়সি সুশীলা কার্কি। গতকাল রাতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েলের কাছে শপথবাক্য পাঠ করেছেন তিনি। উল্লেখ্য, নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন সুশীলা। এবার নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রীও হলেন তিনি।