Wednesday, 5 November, 2025
5 November
Homeদক্ষিণবঙ্গHooghly: তারকেশ্বরের চাঁপাডাঙা বাসস্ট্যান্ড এলাকায় পর পর ৩টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে...

Hooghly: তারকেশ্বরের চাঁপাডাঙা বাসস্ট্যান্ড এলাকায় পর পর ৩টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৬টি দোকান!

দমকল আসার আগে কয়েক মিনিটের মধ্যেই ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ 

রবিবার সাতসকালে বিপত্তি। হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা বাসস্ট্যান্ড এলাকায় সিলিন্ডার বাস্ট করে পর পর তিনটি দোকানে ভয়াবহ আগুন লাগল। পুড়ে ছাই ছয়টি দোকান। পুজোর মুখে সর্বস্ব হারিয়ে দিশেহারা একাধিক দোকানের মালিক।

আরও পড়ুনঃ বিরাট আর্থিক তছরূপ! অস্থায়ী কর্মচারীদের প্রতিমাসে বেতন দিতে নাজেহাল পুরসভার; অভিযোগ হুগলি-চুঁচুড়া পুরসভার বিরুদ্ধে

এ দিন সাতসকালে হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি চপের দোকানে আগুন লাগে। এর পরে তিনটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। আগুন ক্রমাগত ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথমে ওই চপের দোকানের পাশে থাকা দুটি রেস্তোরাঁ, একটি ফুলের দোকান-সহ মোট ছয়টি দোকানে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগ ও তারকেশ্বর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা।

দমকল আসার আগে কয়েক মিনিটের মধ্যেই ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। যদিও পুজোর মুখে এই দোকানগুলি হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন মালিকরা। কী ভাবে এই ধাক্কা সামলে উঠবেন তাঁরা? তা ঠাহর করতে পারছেন না।

আরও পড়ুনঃ আগুন জ্বলল লন্ডনেও! অভিবাসনের বিরুদ্ধে সরব ইংরেজরা, গর্জে উঠেছে লন্ডন

দমকল বিভাগের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটেছে। তবে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের পরেই নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব বলে জানাচ্ছেন দমকলের কর্মীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পুলক বেরা বলেন, ‘আমার একটি রেস্তোরাঁ ছিল। সেখানে কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু করে চিপস-সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। বিশ্বকর্মা পুজোর কথা মাথায় রেখে একটু বেশি জিনিসপত্র সংগ্রহ করে রেখেছিলাম। সেই সমস্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে।’

এই মুহূর্তে

আরও পড়ুন