Monday, 15 September, 2025
15 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeদেশTripura: ঢেলে সাজছে ত্রিপুরা পর্যটন; ২২ সেপ্টেম্বর নতুন রূপে ত্রিপুরাসুন্দরী মন্দির উদ্বোধন...

Tripura: ঢেলে সাজছে ত্রিপুরা পর্যটন; ২২ সেপ্টেম্বর নতুন রূপে ত্রিপুরাসুন্দরী মন্দির উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে!

মহারাজা বীরবিক্রম কিশোরমাণিক্য বাহাদুরের হাত ধরে এই নীরমহল গড়ে উঠেছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপুরাসুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করতে ত্রিপুরা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন , বর্তমান সরকার সমস্ত পর্যটন কেন্দ্রগুলির বিকাশের জন্য কাজ করছে। গোমতী জেলার বনদুয়ারে ৯৭ কোটি টাকা ব্যয়ে ৫১ শক্তিপীঠের প্রতিলিপি তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ সেপ্টেম্বর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের নবনির্মিত রূপের পুনর্নির্মাণ ও সৌন্দর্যকরণের উদ্বোধন করার জন্য রাজ্যে আসছেন।

আরও পড়ুনঃ ‘ভারত-রাশিয়ার সম্পর্ক ভাঙার চেষ্টা করলে, তা বিফল হবেই’, বললেন রাশিয়ার বিদেশমন্ত্রী

উৎসবের মরশুমে ত্রিপুরাসুন্দরীর মন্দির, নীরমহলকে কেন্দ্র করে দেশ বিদেশের পর্যটক টানতে আগ্রহী ত্রিপুরা। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, গত কয়েকদিন ধরে রাজ্যে উৎসব হচ্ছে। নীরমহল ও রুদ্রসাগরের সঙ্গে এখানকার মানুষের নাড়ির সম্পর্ক, জীবন জীবিকা, আত্মিক সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। আমাদের দেশে যেসব জলমহল রয়েছে তার মধ্যে নীরমহল অন্যতম একটি। প্রাসাদের সৌন্দর্য এবং এর প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মূল আকর্ষণ। এই নীরমহলকে নিয়ে ত্রিপুরা সরকার অনেক চিন্তাভাবনা করছে, কীভাবে একে আরও প্রচার প্রসার করা যায়। যদিও এই নীরমহল সম্পর্কে এখনও অনেক মানুষ তেমনভাবে অবগত নন। ইন্টারনেটকে মাধ্যম করে সকলকে নীরমহলের ঐতিহ্য ও পরম্পরা সম্পর্কে প্রচার করতে হবে। তবেই মানুষ জানবে এবং বাইরে থেকেও প্রচুর মানুষ এখানে আসবেন। এতে অর্থনৈতিকভাবেও আমাদের উন্নয়ন হবে। বিশেষ করে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে। আমরা সবাই জানি মহারাজা বীরবিক্রম কিশোরমাণিক্য বাহাদুরের হাত ধরে এই নীরমহল গড়ে উঠেছিল।

আরও পড়ুনঃ ‘বলছে নোয়া খুলে ফেলতে…’, পরীক্ষা না দিয়েই বেরিয়ে গেলেন SSC চাকরিপ্রার্থী

স্বদেশ দর্শন কর্মসূচিতে রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে। এই কর্মসূচিতে রাজঘাটের সৌন্দর্যায়ান ও নীরমহলও রয়েছে। কেন্দ্রীয় সরকার  পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্যও বিশেষ গুরুত্ব দিয়েছেন। যা যা দরকার, সেভাবে সাহায্য করা হচ্ছে। মাথাপিছু আয় ও জিএসডিপি এর ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা।

এই মুহূর্তে

আরও পড়ুন