বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে আহত তিন জন। তাঁদের মধ্যে গুরুতর জখম এক। আয়ান শেখ নামে ওই যুবকের পায়ে মারাত্মক ক্ষত তৈরি করেছে। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগর থানার সন্নিকটে নজরানা নবীর মোড় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রথমে স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন বোমাবাজি হচ্ছে। তাঁরা ঘর থেকে ভয়ে বের হননি। পরে তাঁরা গোঙানির শব্দ শুনতে পান। পরে তাঁরা দেখেন, একসঙ্গে পাঁচ-ছ’জন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।
আরও পড়ুনঃ ‘বলছে নোয়া খুলে ফেলতে…’, পরীক্ষা না দিয়েই বেরিয়ে গেলেন SSC চাকরিপ্রার্থী
বারুদের গন্ধে ভর্তি এলাকা। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর যায় রানিনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গতকাল রাতে একসঙ্গে ৫-৬ জন বোমা বাঁধছিলেন। তখনই বোমা বিস্ফোরণ ঘটে। বোমা বাঁধার কাজ চলছিল। ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।
মুর্শিদাবাদ পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, বোম বাঁধতে গিয়েই এই ঘটনা। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে রাণিনগর থানার পুলিশ। সোমবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে। এর সঙ্গে আর কে বা কারা জড়িত তদন্তে রানিনগর থানার পুলিশ।
আরও পড়ুনঃ সমর্থন বাড়ছে আওয়ামী লিগের; বলছে গোয়েন্দা রিপোর্ট
মুর্শিদাবাদ এমনিতেই পুলিশি অভিযানে যে পরিমাণ বোমা উদ্ধার হয়, তাতে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। গত বছর লাগাতর তল্লাশি চালায় পুলিশ। আগামী বছর নির্বাচন। তার আগে মুর্শিদাবাদ আবারও বারুদের স্তূপে পরিণত হচ্ছে কিনা, সেটাই খতিয়ে দেখছে পুলিশ।