সোমেন দত্ত, কোচবিহারঃ
নিমন্ত্রণ খেতে আত্মীয়ের বাড়িতে যাওয়া যে এইভাবে কাল হয়ে দাঁড়াবে তা ভেবে উঠতে পারেন নি কেউ। কেননা নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে গাড়ি পড়ল নয়ানজুলিতে, আর নয়নজুলিতে গাড়ি পড়ে যাওয়ার ফলে মৃত্যু হল চারজনের। যদিও এই ঘটনায় আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছেন এক মহিলা।
মর্মান্তিক এমন ঘটনাটি ঘটেছে কোচবিহারে। মঙ্গলবার আনুমানিক রাত একটা দেড়টা নাগাদ এমন দুর্ঘটনাটি ঘটে কোচবিহার এক ব্লকের চিলকিরহাট এলাকায়। দুর্ঘটনায় একসঙ্গে চারজনের মৃত্যু স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ বাম ‘বঞ্চিত’ নেতাদের ‘বার্তা’ বিজেপির; বাম নেতারাও কি রামের শিবিরে পা বাড়িয়ে?
মর্মান্তিক এমন দুর্ঘটনায় যে চারজনের মৃত্যু হয়েছে, তারা হলেন ২৮ বছর বয়সী ধনঞ্জয় বর্মন, ২৫ বছর বয়সী অমিত দাস, ২৫ বছর বয়সী সঞ্জয় দাস এবং ২৪ বছর বয়সী পার্থ দাস। মৃতরা প্রত্যেকেই দেওয়ানহাটের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে যা জানা গিয়েছে তাতে ওই সকল সদস্যরা চান্দামারি গিয়েছিলেন নিমন্ত্রণ খাওয়ার জন্য। সেখানে খাওয়া-দাওয়া করেই দেওয়ানহাট ফিরছিলেন। তবে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। তারা উল্টে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ ১২টি দোকান পুড়ে ছাই! আগুন গিলে খেল সন্তোষপুর স্টেশন চত্বর
মৃত পরিবারের এক সদস্য জানিয়েছেন, গাড়িতে মোট পাঁচজন ছিলেন। তবে দুর্ঘটনার সময় এক মহিলাকে বাইরে বের করে দেওয়া হয় অথবা সে নিজেই বেরোতে সক্ষম হয় আর তিনি বেরোতে সক্ষম হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি সুস্থ অবস্থায় রয়েছে।