Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাMamata Banerjee: SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আরও একটি উডবার্ন ওয়ার্ড উপহার পেয়েছে রাজ্য সরকার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তপোক্ত করতে একগুচ্ছ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল চত্বরে নবনির্মিত ‘উডর্বাণ-২ অনন্য’ ভবনের উদ্বোধন করেন তিনি। এই অত্যাধুনিক ভবনকে কেন্দ্র করে IPGMER–SSKM হাসপাতালের চিকিৎসা পরিষেবায় নতুন দিশা আসবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্পেরও উদ্বোধন করেন। এর মধ্যে অন্যতম, কলকাতা পুলিশ হাসপাতালের নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক, যার নির্মাণ ব্যয় প্রায় ২৫.৭১ কোটি টাকা। এছাড়া ২৪.৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত লি রোডের ৭ তলা ছাত্রাবাসও চালু হল এদিন।

আরও পড়ুনঃ বাম ‘বঞ্চিত’ নেতাদের ‘বার্তা’ বিজেপির; বাম নেতারাও কি রামের শিবিরে পা বাড়িয়ে?

রেডিওলজি বিভাগে বসানো হল অত্যাধুনিক ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিন (ব্যয়: ৭.৬৪ কোটি) এবং সম্পূর্ণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম (ব্যয়: ৭.৫০ কোটি), যা রাজ্যে চিকিৎসাক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুনঃ ‘নেপাল থেকে শিক্ষা নাও’, বাঁকুড়ায় ফের আছড়ে পড়ল ২০২২ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ

তালিকায় আছে নিউরোসায়েন্স ইনস্টিটিউটের অপারেশন থিয়েটার সংস্কার, স্বাস্থ্য ভবনের নতুন অ্যানেক্স–১ (ব্যয়: ১৬ কোটি), এবং ৩২.৯২ কোটি টাকায় নির্মিত ড্রাগ কন্ট্রোল অধিদফতরের আধুনিক ভবনও।

মুখ্যমন্ত্রী জানান, “জনস্বাস্থ্যের উন্নয়নই সরকারের অগ্রাধিকার। সাধারণ মানুষের চিকিৎসা যাতে আধুনিক, দ্রুত ও সুলভ হয়, তার জন্য এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক বিপুল ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারি পরিষেবা হবে আরও বিজ্ঞানসম্মত, নাগরিকের ভরসাযোগ্য।

এই মুহূর্তে

আরও পড়ুন