উনিশ বছর পরে মহালয়ার অনুষ্ঠানে ফিরছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে জাগো দুর্গা। মহাজাতি সদনে, আগামী ২১ সেপ্টেম্বর, বিকেল ৫:৩০টা থেকে হবে এই অনুষ্ঠান। একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কবীর সুমন, স্বাগতালক্ষী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরী প্রমুখ। এই অনুষ্ঠানে থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু, মৌনীতা চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ সাড়ম্বরে পূজিত হাতি এই বাংলায়! ভিড় পর্যটকদের
কবীর সুমন জানালেন, “এদিন আমরা বাংলা আধুনিক গান গাইব। আমি আমার তৈরি বাংলা গান গাইব। থাকবেন আরও অনেক শিল্পীরা।” কবীর সুমনের অনুরাগীর সংখ্যা অনেক। কয়েক দিন আগে শিল্পীর শরীর ভালো ছিল না। খুব বেশি অনুষ্ঠানেও পাওয়া যায় না তাঁকে। মাঝে অঞ্জন দত্তের সঙ্গে একটা অনুষ্ঠানে গান গেয়েছিলেন শিল্পী।
অন্যদিকে, মহালয়ার অনুষ্ঠানে প্রায় উনিশ বছর পর শহরে যে সঙ্গীত পরিবেশন করবেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়, তাতে খুশি শিল্পীর অনুরাগীরা। তিনি জানালেন, “এই শহর আমার প্রাণের শহর, গানের শহর। মহালয়ার দিনে গান গাইতে আসছি ভেবে সত্যি খুব ভালো লাগছে।” শহর থেকে দূরে থাকলেও এই শহরের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন বরাবর।
আরও পড়ুনঃ ঋগবেদ অনুযায়ী, তিনি সৃষ্টির দেবতা; দ্বারকা থেকে রাবণের লঙ্কা, আর কী কী নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা?
রেডিয়োতে মহালয়ার দিনে বিশেষ অনুষ্ঠান শোনার অভ্যাস অধিকাংশ বাঙালির রয়েছে। সেই সময়ে যেসব কিংবদন্তি শিল্পী অনুষ্ঠান করেছিলেন, তাঁদের অধিকাংশই আজ প্রয়াত। এসব মহান শিল্পীদের সঙ্গেও বহু কাজ করেছেন আরতি। তাঁর স্মৃতির পাতা থেকে বহু গল্প উঠে এসেছে বরাবর। এ শহরে এখন তাঁর অনুরাগীরা অপেক্ষায়, মহালয়ার সন্ধের জন্য।