spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeদেশDelhi: আলোকোজ্জ্বল রাত! দিল্লির আকাশে বিরল উল্কাপাত

Delhi: আলোকোজ্জ্বল রাত! দিল্লির আকাশে বিরল উল্কাপাত

চোখের পলকে ঘটে যাওয়া ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুক্রবার গভীর রাতে দিল্লি ও রাজধানী অঞ্চলের আকাশে বিরল এক দৃশ্যের সাক্ষী হলেন মানুষ।

 হঠাৎ করেই আকাশ চিরে এগিয়ে এলো এক উজ্জ্বল উল্কা, কয়েক সেকেন্ডের মধ্যেই শহরের আলোকে হার মানিয়ে দিল তার দীপ্তি। পরে মাঝ আকাশেই সেটি ভেঙে একাধিক খণ্ডে ছড়িয়ে পড়ে—যা দেখে রীতিমতো বিস্মিত দিল্লি-গুরগাঁও-নয়ডা-গাজিয়াবাদ ও আলিগড়ের মানুষ।

চোখের পলকে ঘটে যাওয়া ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, অন্ধকার রাতের আকাশে জ্বলন্ত আগুনের রেখার মতো এগিয়ে চলেছে একটি আলোকবল, তারপরই বিস্ফোরণের মতো ভেঙে ছোট ছোট টুকরোয় ছড়িয়ে পড়ছে। অনেকে একে তুলনা করেছেন “শুটিং স্টার এক্সপ্লোশন” এর সঙ্গে।

আরও পড়ুনঃ পুজোয় জামা নয়, কিনুন ছাতা, রেইনকোট; চতুর্থী থেকে আসল ধাক্কা

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি সম্ভবত এক ধরনের ‘বোলাইড’। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর প্রবল ঘর্ষণ ও তাপের কারণে উল্কাটি ভেঙে যায় এবং জ্বলতে থাকে। উল্কাপাত মোটেই অস্বাভাবিক নয়, তবে এত উজ্জ্বল এবং বড় আকারের ঘটনা একসঙ্গে এত মানুষ প্রত্যক্ষ করা বিরল।

ভয়ের কিছু নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সাধারণত এমন উল্কাগুলো ভূমিতে আছড়ে পড়ার আগেই ভস্ম হয়ে যায়। ফলে ক্ষতির সম্ভাবনা একেবারেই নেই। কিছু মানুষ অবশ্য জানিয়েছেন, আলোর ঝলক দেখা দেওয়ার পর হালকা শব্দও কানে এসেছে। তবে সরকারি মহল থেকে কোনও নিশ্চিত রিপোর্ট পাওয়া যায়নি।

আমেরিকান মিটিওর সোসাইটি জানিয়েছিল, সেপ্টেম্বর মাস ছোট উল্কাবৃষ্টির জন্য আসল সময়। যদিও নির্দিষ্ট কোনও উল্কাবৃষ্টির বাইরে থেকেও মাঝে মাঝে একক ‘ফায়ারবল’ দেখা যেতে পারে। দিল্লির রাতের আকাশে এমন ঝলমলে দৃশ্য ঠিক তেমনই এক বিরল মুহূর্ত।

আরও পড়ুনঃ আজ কৃষ্ণা চতুর্দশী তিথি; বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

দিল্লি ও আশপাশের এলাকার বহু মানুষ জানিয়েছেন, উল্কার আলো এতটাই উজ্জ্বল ছিল যে কয়েক সেকেন্ডের জন্য তা শহরের কৃত্রিম আলোকেও ম্লান করে দিয়েছিল। অনেকেই বলছেন, এটি তাঁদের জীবনে দেখা অন্যতম অভিজ্ঞতা, যা আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

আকাশের এই স্বল্পস্থায়ী মহাজাগতিক দৃশ্য কেবল বিজ্ঞান নয়, বিস্ময়ও ছড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের মনে। দৈনন্দিন শহুরে ব্যস্ততার মাঝে এমন এক ঝলক যেন মনে করিয়ে দিল—বিশাল মহাবিশ্বের অংশ হয়ে আমরা সবাই কতটা ক্ষুদ্র।

 

এই মুহূর্তে

আরও পড়ুন