১৯১১ সালের ৩ অক্টোবর জন্ম। ১৯৯৬ সালের ১১ অগাস্ট মৃত্যু তাঁর। দীর্ঘ জীবন জুড়ে অত্যাশ্চর্য সব ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। বুলগেরিয়ার নস্ট্রাদামুস। যা বলে গিয়েছেন হুবহু মিলেছে।
২০২৫ সালের প্রায় সব কথাই মিলেছে বাবা ভাঙ্গার। বাবা ভাঙ্গা যা বলেছেন, সত্যিই, দেখা যাচ্ছে চরম ভাবে সত্য হয়েছে এ বছরে! তা সে বন্যা, যুদ্ধ, প্রাকৃতিক বিপদ– যাই হোক। আর তাতেই আগামী বছর, মানে, ২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গা কী বলে গিয়েছেন, তা নিয়েও তৈরি হয়েছে ঘোর কৌতূহল।
আরও পড়ুনঃ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সঙ্গে বজ্রপাত
এক অত্যাশ্চর্য পূর্বাভাসে বাবা ভাঙ্গা বলছেন, অন্তত ৭ থেকে ৮ শতাংশ ল্যান্ডমাস ক্ষতিগ্রস্ত হতে পারে। মানে, আসন্ন নতুন বছরেও ভুগবে মানবজাতি। ঝড়, ধস, বন্যা, তাপপ্রবাহ রীতিমতো নড়বড়ে করে রাখবে পৃথিবীকে।
এই ২০২৫ সালে লাগব-লাগব করে লাগেনি। কিন্তু বাবা ভাঙ্গা বলছেন, ২০২৬ সালে ভয়ংকর যুদ্ধ লাগবে। বিশ্বময় ছড়াবে সেই যুদ্ধ। প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ। চিন তাইওয়ানের দখন নেবে। রাশিয়ার সঙ্গে আমেরিকার সরাসরি সংঘাত বাঁধবে।
কৃত্রিম মেধাই জগতের নতুন সম্রাট হবে? বাবা ভাঙ্গা বলছেন, ২০২৬ সালে গোটা পৃথিবী শাসন করবে একা এআই! তবে তা মানবজাতির পক্ষে খুব ইতিবাচক হবে না। কেননা, মানুষ নিয়ন্ত্রণ হারাবে। ফলে প্রতি পদে বিঘ্নিত হবে নীতি নিরাপত্তা। যন্ত্রের উপর অতিনির্ভরতাই ক্রমে কাল হবে।
আরও পড়ুনঃ নস্ট্যালজিয়ায় ভর! ‘আশ্বিনের শারদ প্রাতে…’ শোনার জন্য ফের ভিড় রেডিও সারাইয়ের দোকানে
আর গল্প নয়, কল্পবিজ্ঞান নয়, সায়েন্স ফ্যান্টাসি নয়। এবার একেবারে মুখোমুখি এলিয়েন। কবে এলিয়েনের সঙ্গে প্রথম দেখা হবে? তা-ও বলে দিচ্ছেন বাবা ভাঙ্গা। ২০২৬ সালের নভেম্বরে। একটা ম্যাসিভ স্পেসক্র্যাফ্ট এসে ঢুকবে পৃথিবীতে। আর তারপরই নানা অঘটন।
তার মানে, ২০২৬ সালে মানবজাতির কপালে নাচছে বিপদ। ২০২৬ সালে বিপন্নতার কালো ছায়া ঘনাবে। (Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)