Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাDurga Pujo 2025: ঢাকে কাঠি পড়লো, মুখ্যমন্ত্রীর হাত ধরেই শারদ উৎসবের সূচনা...

Durga Pujo 2025: ঢাকে কাঠি পড়লো, মুখ্যমন্ত্রীর হাত ধরেই শারদ উৎসবের সূচনা বাংলায়

বৃষ্টি মাথায় নিয়েই শারদ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শনিবার, মহালয়ার আগের দিনেই কলকাতার বিভিন্ন পুজো কমিটির আহ্বানে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সর্বজনীন থেকে শুরু করে টালা প্রত্যয় এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে এ দিন বিকেলে হাজির হন তিনি। মমতা বলেন, ‘মহালয়ার আগে আমি পুজো উদ্বোধন করি না। মাতৃপক্ষ শুরু না হলে পুজো উদ্বোধন হয় না। আমি প্যান্ডেল উদ্বোধন করে গেলাম।’ পুজোর মধ্যে যেন দুর্যোগ না হয়, মা দুর্গার কাছে সেই প্রার্থনাও করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ পুজোর মুখে কর্মহীন ৯০০ শ্রমিক! বন্ধ হল ডুয়ার্সের কোহিনুর চাবাগান

শনিবার বিকেলে প্রথম হাতিবাগান সর্বজনীনের পুজোয় হাজির হন মমতা। সেখান থেকে যান ‘টালা প্রত্যয়’ ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধনে। ‘টালা প্রত্যয়’ ক্লাবের পুজো এ বার ১০০ বছরে পদাপর্ণ করল। এ বার ‘টালা প্রত্যয়’-এর থিমের নাম (বীজ অঙ্গন) এবং পুজো কমিটির জন্য একটি ‘থিম সং’ লিখেছেন মুখ্যমন্ত্রী।

পুজো শুরুর প্রাক মুহূর্তেই খারাপ খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। এ বছর পঞ্চমী থেকে দশমী — ছয় দিন বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দুর্যোগের মাঝেই পুজোর আনন্দে মেতে উঠতে হবে বঙ্গবাসীকে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজো এ বার অনেক আগে এসেছে। বর্ষা এ বার আগে এসেছে। কিন্তু যাওয়ার নাম নেই। আমরা আর কিছু চাই না, আমরা চাই পুজোয় সবাই ভালো থাকুক। প্যান্ডেল তৈরির জন্য দু-একদিন অন্তত বৃষ্টি না হোক। মায়ের কাছে এটুকুই চাই।’

আরও পড়ুনঃ নস্ট্যালজিয়ায় ভর! ‘আশ্বিনের শারদ প্রাতে…’ শোনার জন্য ফের ভিড় রেডিও সারাইয়ের দোকানে

পুজোর কয়েকমাস আগে থেকেই বাংলা ভাষার অপমান এবং ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্বোধনের দিনেও উঠে এল বাংলা ভাষার সম্মান, অস্মিতার প্রসঙ্গ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধন থেকে মমতা বলেন, ‘আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাঁদের মাতৃভাষাকে সম্মান করুন। কোনও আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করতে হবে, এটা মেনে নেওয়া যায় না। বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া হয়, কারণ তাঁরা দক্ষ। আমি মনে করি, দেশ এটাই শিখিয়েছে… আমাদের একসঙ্গে বাঁচতে হবে। যেদিন একসঙ্গে থাকব না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আমরা সেটা চাই না।’

এই মুহূর্তে

আরও পড়ুন