Tuesday, 14 October, 2025
14 October
HomeবিনোদনHrithik Roshan: সম্পর্কে থাকবেন, কিন্তু বিয়ে করবেন না; হৃত্বিককে নিয়ে বিস্ফোরক নায়িকা

Hrithik Roshan: সম্পর্কে থাকবেন, কিন্তু বিয়ে করবেন না; হৃত্বিককে নিয়ে বিস্ফোরক নায়িকা

কেউ বুঝেই উঠতে পারছিলেন না, এই বচসার শেষ কোথায়, কে ঠিক কী দাবি করছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও অভিনেতা হৃত্বিক রোশন, একে অপরের সঙ্গে যে সম্পর্কে জড়িয়েছিলেন সে খবর কারও অজানা নয়। খোদ কঙ্গনা রানাওয়াতই প্রকাশ্যে একাধিকবার জানিয়েছিলেন এই সম্পর্কের কথা। তাঁদের মধ্যে যখন সম্পর্ক ঘিরে বচসা তুঙ্গে, ঠিক সেই সময়ই হৃত্বিক ও কঙ্গনার মধ্যে হওয়া সমস্ত কথা প্রকাশ্যে উঠে আসে। খবরের শিরোনামে জায়গা করে নেয়। তাঁরা একে অন্যের সঙ্গে ই-মেলের মাধ্যমে বচসা চালিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এক নয়া অধ্যায়ের সূচনা; Google, Microsoft-কে টেক্কা ভারতীয় অ্যাপ Zoho-র

কেউ বুঝেই উঠতে পারছিলেন না, এই বচসার শেষ কোথায়, কে ঠিক কী দাবি করছেন। তবে কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় তাঁদের বিচ্ছেদের খবর। আপ কি আদালত-এ এসে কঙ্গনা রানাওয়াত সবটাই করেছিলেন খোলসা। তাঁকে প্রশ্ন করা হয়, তাঁদের মধ্যে কি আদপে কোনও সম্পর্ক ছিল?

তিনি উত্তরে জানিয়েছিলেন, নিঃসন্দেহে ছিল। কিন্তু কোথাও গিয়ে যেন হৃত্বিক রোশন এই সম্পর্কের জন্য তৈরি ছিলেন না। কঙ্গনা রানাওয়াত জানিয়েছিলেন, হৃত্বিকের একটি শর্ত ছিল এই সম্পর্ক, তিনি সম্পর্কটা চেয়েছিলেন, কঙ্গনাকেও চেয়েছিলেন। কিন্তু বলেছিলেন তিনি এমন পরিবারের ছেলে যেখানে বিবাহ বিচ্ছেদ হওয়া সম্ভব নয়। তিনি তাঁর স্ত্রী অর্থাৎ সুজন খানকে ছাড়তে পারবেন না।

আরও পড়ুনঃ সুখবর! স্মার্ট কার্ডের বৈধতা বাড়ছে, দাম কমছে

তখনই হৃত্বিকের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। জানিয়েছিলেন, তিনি এভাবে থাকতে পারবেন না। কারণ দুজনের সঙ্গে এভাবে থাকা যায় না। ঠিক সেই কারণেই হৃত্বিক রোশনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কঙ্গনা বলেই দাবি করেন। তবে সেই বিচ্ছেদ যে খুব একটা সুখকর ছিল না তা সকলের স্মৃতিতেই তরতাজা।

এই মুহূর্তে

আরও পড়ুন