কলকাতায় অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে শহরের প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি গেস্ট হাউসে আগুন লাগে। জানা গিয়েছে, বহুতল ওই গেস্ট হাউসের একবারে উপরতলে আগুন লেগেছে। বহুতলে একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।
আরও পড়ুনঃ আচমকা পুজোর আগে BLO ট্রেনিং নিয়ে প্রশ্ন বাঁকুড়ায়
জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ আগুন লাগে ওই বহুতলে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনই প্রথমে আগুন নেবানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানানো হয়েছে, বহুতলের ভিতরে যাঁরা আটকে ছিলেন, তাঁদের সকলকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার পর অনেকেই বহুতলের বাইরে বেরিয়ে আসেন। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।
আরও পড়ুনঃ ফোন করলেই ‘অ্যাকশন’! দাম কমার পরও দোকানদার বেশি দাম নিচ্ছে
দমকল সূত্রে খবর, বহুতলটির ছাদে অস্থায়ী ছাউনি ছিল। সেখানেই আগুন লাগে। ছাদে যা কিছু ছিল সব ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে আগুন নীচের তলায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দমকল সূত্রে খবর। গেস্ট হাউসের রাঁধুনি ঊষা দাস বলেন, ‘‘আমি তখন নীচে কাজ করছিলাম। জানলা দিয়ে দেখলাম ধোঁয়া বার হচ্ছে। তার পরই জানতে পারি আগুন লেগেছে।’’ ওই গেস্ট হাইসের এক কর্মীর দাবি, ছাদের যে অংশে আগুন লেগেছে সেখানে কোনও কিছু কাজ করা হত না। ব্যবহারও করা হত না। তা হলে কী ভাবে আগুন লাগল, এ প্রশ্নের উত্তর দেননি ওই কর্মী। যদিও দমকল আগুনের সূত্র খুঁজে বার করার চেষ্টা করছে।
স্থানীয়েরা জানিয়েছেন, এই ভবনে কয়েকটি অফিস এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই বহুতলের আশপাশেই রয়েছে আরও অনেক বাড়ি। এই আগুন লাগার ঘটনায় লাগোয়া বাড়িগুলির বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।