সোমেন দত্ত, কোচবিহারঃ
জোর শুরুতে যখন চতুর্দিকে পুজো প্যান্ডেলগুলোতে আলোর ঝলকানি, ঠিক তখনই অন্ধকার নেমে আসলো প্রায় ১৪০০ জন চা শ্রমিকের ঘরে। নির্ধারিত বোনাস না দিয়ে শুক্রবার রাতে কোন নোটিস ছাড়াই বাগান ছেড়ে চলে গেল ডুয়ার্স-এর কালচিনি ব্লকের চিনচুলা চা বাগান কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ সেনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, নদিয়ায় গ্রেফতার Fit Biswajit
বোনাস নিয়ে বাগান কর্তৃপক্ষ ও ট্রেড ইউনিয়নের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয় ২৬ শে সেপ্টেম্বর এর মধ্যে নির্ধারিত ২০ শতাংশ বোনাসের ১৭ শতাংশ প্রদান করা হবে, এবং বাকি ৩ শতাংশ দীপাবলীর সময় প্রদান করা হবে। সেই মতো বাগান কর্তৃপক্ষ শুক্রবার ২৬ তারিখ প্রায় কুড়ি পঁচিশ জন সাব স্টাফকে বোনাস প্রদান করে।
কিন্তু কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী ১৪০০ চা শ্রমিকের বোনাস প্রদান না করেই রাতের অন্ধকারে বাগান ছাড়ে চা বাগান কর্তৃপক্ষ। শনিবার সকালে কাজে গিয়ে চা শ্রমিকরা জানতে পারে এই ঘটনার কথা। এরপর তারা বাগানের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
আরও পড়ুনঃ ভারী বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় সতর্কতা জারি! প্রবেশ করেছে নিম্নচাপ
প্রসঙ্গত, শুক্রবার মালবাজার নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে মেটেলি থেকে চালসাগামী আইভিল মোড় এলাকায় অবরোধ চলতে থাকে।
অবরোধে সামিল হয়ে শ্রমিকদের আন্দোলনে পাশে দাঁড়ান নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা। তাঁর নেতৃত্বেই শ্রমিকরা দাবি আদায়ের লড়াইয়ে সরব হন। অবরোধের জেরে ওই সড়কে যান চলাচল কার্যত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। অবস্থার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল বাহিনী। উপস্থিত ছিলেন মেটেলি থানার আইসিও। তবে পুলিশের উপস্থিতিতেও শ্রমিকরা তাঁদের দাবি থেকে এক ইঞ্চি নড়েননি। ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড় তাঁরাও।