Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাDurga Puja 2025: জনসমুদ্রে ভাসল তিলোত্তমা; যানজটের ভোগান্তি তো আছেই, পুজোর বাকি...

Durga Puja 2025: জনসমুদ্রে ভাসল তিলোত্তমা; যানজটের ভোগান্তি তো আছেই, পুজোর বাকি তিন দিন!

উৎসবের আনন্দে ডুব বাঙালির। পায়ে পায়ে চলছে প্যান্ডেল হপিং।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মহালয়ার বিকেল থেকেই রাস্তায় রাস্তায় মানুষের ভিড় বাড়তে শুরু করে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। অনেক প্যান্ডেল উদ্বোধনের আগেই সেখানে পৌঁছে গিয়েছেন দর্শনার্থীরা। পুজোর দিনগুলিতে ছবিটা আরও বিশাল। শ্রীভূমি থেকে শুরু করে ত্রিধারা, চেতলা- শহরের নামী পুজোগুলি দর্শন করতে ঢল নেমেছে। এরফলে তৈরি হচ্ছে যানজটের সমস্যা।

সোমবার, সপ্তমীর বিকেল থেকেই যানজট দেখা যায় এমজি রোডে। ধীর গতিতে এগোচ্ছে সব গাড়ি। দীর্ঘ সময় জ্যামে আটকে এগিয়ে যাওয়ার অপেক্ষা করতে হচ্ছে সকলকে।

আরও পড়ুনঃ ভিড় সামাল দিতে অভিনব হাতিয়ার কলকাতা পুলিশের! মারবে কিন্তু লাগবে না! 

উত্তর থেকে দক্ষিণ, সব প্রান্তেই একই অবস্থা। এবারে দক্ষিণের অন্যতম জনপ্রিয় পুজো হাজরা পার্ক তিন তলা সমান উচ্চতার প্রতিমা তৈরি করেছে, যা দর্শনার্থীদের মধ্যে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ “বুড়ি ছোঁয়া দিয়ে কমরেডদের পালালে হবে না…”; পুজোয় বুক স্টলে কমরেডদের জমায়েত দেখাতে মরিয়া CPM

সন্তোষ মিত্র স্কোয়ার, যে পুজোকে কেন্দ্র করে বিতর্ক হয়, তাদের এবারের থিম ‘অপারেশন সিঁদুর’। বহু মানুষ সকাল থেকেই লাইন দিয়ে মণ্ডপ ও প্রতিমা দর্শন করছেন। কাশী বোস লেন, চেতলা অগ্রণী- তালিকায় রয়েছে আরও অনেক পুজো।

শারদোৎসবের এখনও তিনদিন বাকি। এরমধ্যে অষ্টমী ও নবমীতেও বহু মানুষ রাস্তায় বেরোবে। ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হতে পুলিশকে। এক একটা দিন টেক্কা দিচ্ছে তার আগের দিনটিকে। ঠিক যেমন, ষষ্ঠী টেক্কা দিয়েছিল পঞ্চমীকে এবং আজ, সপ্তমী টেক্কা দিল সেই ষষ্ঠীকে।

আগামী তিনদিন যে প্রচুর ভিড় হবে সেকথা বলার অপেক্ষা রাখে না। যার প্রভাবে দেখা যাবে যানজটের সমস্যা। যদিও এইসবের তোয়াক্কা না করেই বাঙালি মজেছে প্যান্ডেল হপিংয়ে।

এই মুহূর্তে

আরও পড়ুন