উৎসবের আনন্দ থেকে কোনো শিশুই যেন বঞ্চিত না হয় ! হোক না সে কোনো দিনমজুরের সন্তান কিংবা পথবাসী কোনো শিশু অথবা কোনো রিকশাচালক বা বহুতল আবাসনের নিরাপত্তা রক্ষীর আদরের সন্তান ! আনন্দ তো ভাগ করলেই বাড়ে।
তাই সিপিআইএম শ্যামপুকুর-২ এরিয়া কমিটির ২৬ নং ওয়ার্ডে হেদুয়া পার্কের উল্টো দিকে গির্জার সামনে পার্টির বুকস্টল আজ সপ্তমীর সন্ধ্যায় হয়ে উঠলো কলকাকলিতে মুখর।
আরও পড়ুনঃ “বুড়ি ছোঁয়া দিয়ে কমরেডদের পালালে হবে না…”; পুজোয় বুক স্টলে কমরেডদের জমায়েত দেখাতে মরিয়া CPM
নতুন জামা পাওয়ার যে অনাবিল আনন্দ শিশুগুলোর চোখেমুখে ফুটে উঠেছিল তা নির্ভেজাল।
আরও পড়ুনঃ ফেলুদা বাঙালির আবেগ, সত্যজিৎ বাঙালির অস্মিতা; উত্তরের ‘গুপ্তধন’ দর্জিপাড়া সর্বজনীন
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি , নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” — কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে শিশুদের বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রচেষ্টা জারি থাকলো।
সঙ্গে ছিল রোজকার রুটিন থেকে বেরিয়ে একটু সুস্বাদু খাবার। শিশুদের মুখের উজ্জ্বল হাসি চিরস্থায়ী করতে সমাজ বদলের শপথ হোক এই উৎসবের সার্থকতা। এই প্রয়াস চলতে থাকবে… জানালেন স্থানীও সিপিএম নেতৃত্ব।