পুজোর শেষবেলায় এসে ফের দুর্যোগের মুখে বাংলা! দশমীর সকাল থেকে আকাশের মুখ ভার। বেলা গড়াতেই একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি, হালকা থেকে মাঝারি, কখনও আবার ভারী, সঙ্গে হতে বজ্রপাত- কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলির জন্য ইতিমধ্যেই পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টিতেই জলমগ্ন হতে পারে শহর। আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আরও পড়ুনঃ চলছে সিঁদুর খেলা, চোখের জলে উমা বিদায়
হাওয়া অফিস জানিয়েছেন, ৩ অক্টোবর, বুধবার সকাল পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে মোট বৃষ্টিপাত হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত।
প্রভাব ও সতর্কতা:
- নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে, কিছু আন্ডারপাস বন্ধ হতে পারে।
- রাস্তায় জল জমা এবং এই কারণে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা থাকছেই।
- ঝড় এবং তীব্র বৃষ্টির কারণে পুজো প্যান্ডেলগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুনঃ দশমীতে উমার বিদায়, বিসর্জনে গঙ্গার ঘাটে জল ও আকাশপথে নজরদারি কলকাতা পুলিশের
পরামর্শ:
- হুগলি নদীতে নৌপথ ও রাস্তার চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।
- বাড়ি থেকে বের হওয়ার আগে রাস্তায় যানজটের খবর জেনে নেওয়া উচিত।
- যেসব এলাকায় বেশি মাত্রায় জল জমবে, সেই এলাকাগুলি এড়ানো ভালো এবং ঝুঁকিপূর্ণ স্থানে থাকা উচিত নয়।
- পুজো প্যান্ডেল সুরক্ষার জন্য জরুরি সতর্ক ব্যবস্থা নেওয়া যেতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সিস্টেম ২ অক্টোবর দশমীর রাত থেকে ৩ অক্টোবর একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর ফলে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।