Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গBaruipur: সকালে বীভৎস দৃশ্য, পড়ে আছে নলি কাটা দেহ, পাশেই মদের বোতল

Baruipur: সকালে বীভৎস দৃশ্য, পড়ে আছে নলি কাটা দেহ, পাশেই মদের বোতল

যুবকের দেহ ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দশমীর পরের সকালেই অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ মিলল বারুইপুরে। গলার নলি কেটে খুন করা হয়েছে তাঁকে। স্থানীয় মানুষের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ মস্ত বিপদ, দক্ষিণবঙ্গের জন্য বিশেষ সতর্কতা জারি

পরনে প্যান্ট, শার্ট। মুখ থুবড়ে পড়ে আছে দেহ। পাশে পড়ে রয়েছে মদের বোতল এবং গ্লাস। পুলিশের অনুমান, দশমীর রাতে ওখানে বসেছিল মদের আসর। সেখানে একাধিক ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সেখানেই কোনও ঝামেলায় হয়তো জড়িয়ে পড়েন ওই যুবক। যার জেরে খুন হতে হয় তাঁকে।

এখনও পর্যন্ত জানা যায়নি যুবকের পরিচয় বা সঠিক বয়স কত হতে পারে। তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুনঃ দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল গাড়ি, পিষে মৃত্যু ৩ জনের

স্থানীয়দের কথায়, ওই এলাকায় মদের আসর বসত। খুব একটা সুনাম নেই জায়গাটার।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন