Tuesday, 14 October, 2025
14 October
HomeদেশIndia-Pakistan: ‘মনগড়া গল্প বলছে পাকিস্তান'; বিস্ফোরক বায়ুসেনা প্রধান

India-Pakistan: ‘মনগড়া গল্প বলছে পাকিস্তান’; বিস্ফোরক বায়ুসেনা প্রধান

র‌্যাডার সিস্টেমের নিখুঁত আঘাতে আরও ৪-৫টি ফাইটার জেট ধ্বংস করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অপারেশন সিঁদুর নিয়ে আবার মুখ খুললেন ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংহ। জানালেন, সিঁদুর অভিযানে পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছে। তার মধ্যে রয়েছে আমেরিকার তৈরি এফ-১৬ বিমানও। সিঁদুর অভিযানকে চলতি বছরে ভারতীয় সেনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান বলে ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, এই অভিযানে তার পরিচয় পাওয়া গিয়েছে। পাকিস্তানের ভূখণ্ডে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত ঢুকে আঘাত করেছে ভারত।

আরও পড়ুনঃ মঞ্চ নেই, ‘রানার’ নিয়ে পথে কমরেড ঋতুপর্ণা; প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের কুণাল ঘোষও

বায়ুসেনা দিবস উপলক্ষে শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন অমরপ্রীত। সেখানেই অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন। জানান, একটি বিষয়ই ভারত এবং পাকিস্তানের এই সংঘর্ষে নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছিল। তা হল দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (এসএএম)। তার মাধ্যমে পাকিস্তানের মাটিতে ৩০০ কিলোমিটার ভিতরে ঢুকে আঘাত হানতে পেরেছিল ভারত। অমরপ্রীত বলেন, ‘‘পাকিস্তানের এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণির পাঁচটি যুদ্ধবিমান আমরা ধ্বংস করেছি। ভারতের হামলায় পাকিস্তানের বেশ কিছু র‌েডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে এবং হ্যাঙ্গার ধ্বংস হয়েছে।’’

কোন অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের ভূখণ্ডের ৩০০ কিলোমিটার গভীরে আঘাত করা হয়েছে, তা স্পষ্ট করেননি বায়ুসেনা প্রধান। তবে মনে করা হচ্ছে, রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের কথাই তিনি বলতে চেয়েছেন।

আরও পড়ুনঃ নিজেকে সাংবাদিক রুপে গড়ে তুলুন; কারণ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক গোপাল চক্রবর্তী আছেন পাশে

বায়ুসেনা প্রধান জানিয়েছেন, অত্যন্ত স্পষ্ট উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে সিঁদুর অভিযানে নেমেছিল ভারত। দ্রুত পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমরা নিখুঁত ভাবে নিশানা করতে পেরেছি, অপারেশন সিঁদুরের এক রাতেই ওদের কাবু করতে পেরেছি। আমাদের তরফে হতাহতের সংখ্যা ছিল ন্যূনতম।’’ এই অভিযানে নৌসেনা এবং স্থলসেনার সঙ্গে বায়ুসেনার যৌথ পরিকল্পনা এবং পারস্পরিক সামঞ্জস্যের প্রমাণও মিলেছে বলে দাবি অমরপ্রীতের।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। ৬ মে মধ্যরাতে পাকিস্তানে সেনা অভিযান চালানো হয়। তার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি এই অভিযানে ধ্বংস করা হয়। এর পর টানা চার দিন দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘর্ষ চলেছে। গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু এখনও দুই দেশের সম্পর্ক তলানিতে। পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু চুক্তি ভারত এখনও স্থগিত রেখেছে। সিঁদুর অভিযান নিয়ে নানা সময়ে নানা দাবি করেছে পাকিস্তান। ভারতের যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করা হয়েছে। ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করেছিলেন। তবে কোনও সংখ্যা স্পষ্ট করেননি। এ বার পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের কথা জানালেন ভারতের বায়ুসেনা প্রধান।

এই মুহূর্তে

আরও পড়ুন