Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গBaranagar: বরানগর শম্ভু দাস লেনে খুন স্বর্ণ ব্যবসায়ী! দোকান থেকেই উদ্ধার দেহ

Baranagar: বরানগর শম্ভু দাস লেনে খুন স্বর্ণ ব্যবসায়ী! দোকান থেকেই উদ্ধার দেহ

দুপুরে সোনার দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখে প্রৌঢ়ের ছেলে দিল্লি থেকে প্রতিবেশীকে ফোন করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভরদুপুরে বরানগরে খুন স্বর্ণ ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বরানগর থানা। সিসিটিভি বন্ধ দেখেই ফোন আসে মৃতের ছেলের, এরপরই সোনার দোকানের ভিতর থেকেই ব্যবসায়ীর দেহ রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ডাকাতির উদ্দেশে এসেই প্রৌঢ়কে খুন, অনুমান পুলিশের।

আরও পড়ুনঃ যেটি ছাড়া দেবীর পুজো অসম্পূর্ণ! কোজাগরী পূর্ণিমায় অবশ্যই চাই এই উপকরণ

পুলিশ সূত্রে খবর, বরানগরে শম্ভু দাস লেনে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম শঙ্কর জানা। এদিন দুপুরে সোনার দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখে প্রৌঢ়ের ছেলে দিল্লি থেকে প্রতিবেশীকে ফোন করেন। এরপরই পুলিশকেও খবর দেওয়া হয়। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দোকানের ভিতর থেকে স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেন।

ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা গেছে সোনার দোকানের ভিতরেই ওই ব্যবসায়ী ছাড়াও আরও তিনজন আছেন। তাদের মধ্যে দু’জন দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন প্রৌঢ়। এরপরই সম্পূর্ণ কালো হয়ে যায় ক্যামেরার স্ক্রিন।

আরও পড়ুনঃ শূন্যের গেরো! ‘মাল্টিট্যালেন্ট’ নেতৃত্ব চাইছে বঙ্গ সিপিএম

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের হাত খোলা কিন্তু পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক অনুমান, প্রথমে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়, এরপর ভারী কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, সিসি ফুটেজে চার-পাঁচজন দুষ্কৃতীকে দেখা গেছে। দুজন বাইরে দাঁড়িয়েছিলেন। গোটা ঘটনাটি ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে হয়েছে। এর থেকে তদন্তকারীরা মনে করছেন, দুষ্কৃতীরা আগে থেকেই ঘটনাস্থল রেইকি করে গেছিল। পূর্ব পরিকল্পনামতোই ডাকাতির উদ্দেশে দোকানে ক্রেতা সেজে ঢুকেছিল কয়েকজন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। সোনার দোকান থেকে খোয়া যাওয়া জিনিসগুলিও উদ্ধার করতে তৎপর হয়েছে পুলিশ।

এদিকে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য ব্যবসায়ীরা। এলাকায় আরও সোনার দোকান আছে। এদিনের ডাকাতির ঘটনায় উদ্বেগ বেড়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই মুহূর্তে

আরও পড়ুন