দিল্লির যশভূমে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। তার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন ৪জি স্ট্যাকের কথা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “ভারত তার নিজস্ব ৪জি স্ট্যাক তৈরি করেছে। দেশের জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট”।
আরও পড়ুনঃ ১৪ অক্টোবরে আর মিলবে না সাপোর্ট! জানাল মাইক্রোসফট
৪জি স্ট্যাক হল সেই সব যন্ত্রপাতি ও প্রযুক্তি, যা ব্যবহার করে ৪জি নেটওয়ার্ক কাজ করে। প্রধানমন্ত্রী জানান যে ভারত দেশীয় প্রযুক্তিতে তার নিজস্ব ৪জি স্ট্যাক তৈরিও করে ফেলেছে। ফলে, আজকের দিনে দেশে কোনও মোবাইল টাওয়ার বসাতে বা ৪জি কোনও সিগন্যাল পাঠানোর জন্য অন্য কোনও দেশ থেকে আর যন্ত্রপাতি বা প্রযুক্তি কিনতে হয় না।
এই প্রসঙ্গে বলা যায়, ভারত ছাড়া আর মাত্র ৪টি দেশের কাছে এই ৪জি স্ট্যাক রয়েছে। ডেনমার্কের নোকিয়া, সুইডেনের এরিকসন, দক্ষিণ কোরিয়ার স্যামসং ও চিনের হুয়াওয়ের কাছে এতদিন নিজস্ব ৪জি স্ট্যাক ছিল। আর এবার ভারতের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট বা বিএসএনএল তেজস নেটওয়ার্কের রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক ব্যবহার করে তৈরি করেছে এই ৪জি স্ট্যাক। এ ছাড়াও এই স্ট্যাক তৈরিতে সমন্বয় করেছে টিসিএসও।
আরও পড়ুনঃ অসহায় Google Chrome! ভারতীয় সংস্থার টার্গেট Google- এর দিকে?
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানাচ্ছে ভারতের এই ৪জি স্ট্যাক আসলে ৫জি রেডি স্ট্যাক। অর্থাৎ, আগামীতে এই প্রযুক্তি খুব সহজেই ৫জি তে আপগ্রেড করে ফেলা যাবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতের এই প্রযুক্তি এক্সপোর্ট রেডি। অর্থাৎ, এই প্রযুক্তি রফতানি করতে সম্পূর্ণ প্রস্তুত আমাদের দেশ।
উল্লেখ্য, ভারতে এই প্রযুক্তির অধীনে ইতিমধ্যেই ৯৭ হাজার ৫০০-এর বেশি মোবাইল টাওয়ার ইন্সটল করে ফেলেছে। আর এর ফলে, ভারতের টেলকমিউনিকেশনের অধীনে এসে গিয়েছে ২৬ হাজার ৭০০ গ্রাম। ২ কোটির বেশি মানুষ ৪জি নেটওয়ার্কের আওতায় এসে গিয়েছে। এর ফলে, গোটা ভারত জুড়ে গিয়েছে ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভের সঙ্গে।