Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গJagadhatri Puja 2025: চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় এবার বাড়তি পাওনা আরও একটা দিন!...

Jagadhatri Puja 2025: চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় এবার বাড়তি পাওনা আরও একটা দিন! সৌজন্যে দুই পঞ্জিকা

এবারের পুজোয় বড় প্রাপ্তি বাড়তি আরও একটা দিন। সৌজন্যে দুই পঞ্জিকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

উমা ঘরে ফিরলেই কাউন্টডাউন শুরু হয়ে যায় চন্দননগরে! মাঝে মাত্র কয়েকটা দিন। তাও যথেষ্ট নয়। ফলে একেবারে জোরকদমে প্রস্তুতি চলছে ‘ফরাসডাঙা’য়। একটা সময় ফরাসি উপনিবেশ গড়ে উঠেছিল এই এলাকায়। সেখানেই মা ফেরেন জগদ্ধাত্রী রূপে। চারপাশে তাকালেই দেখা যাচ্ছে কোথাও প্রতিমায় খড় বাঁধার কাজ চলছে। কোথাও আবার মাটির প্রলেপ পড়েছে প্রতিমায়। মণ্ডপ তৈরির কাজও চলছে একেবারে জোরকদমে। তবে এবারের পুজোয় বড় প্রাপ্তি বাড়তি আরও একটা দিন। সৌজন্যে দুই পঞ্জিকা।

আরও পড়ুনঃ সমাজসেবার প্রতিটি ক্ষেত্রে এক অন্য দৃষ্টান্ত স্থাপন; রাষ্ট্রপতি পুরস্কার পেলেন শিলিগুড়ির অনুপ

দুই পঞ্জিকার নির্ঘণ্ট এবার দুই রকম! আর তা মানলে দর্শনার্থীরা আরও একদিন ঠাকুর দেখার সুযোগ পাবেন। চন্দননগর মানে শুধুই জগদ্ধাত্রী পুজো নয়, বিখ্যাত আলোকসজ্জা এবং শোভাযাত্রা। আর তা দেখতে বাংলা তো বটেই, দেশ-বিদেশ থেকেও আলো এবং শোভাযাত্রা দেখতে আসেন পর্যটকরা। এবার এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর, শনিবার। তবে সোমবার থেকেই শুরু হয়ে যাবে পুজো। সোমবার পড়েছে ষষ্ঠী। চন্দননগরে পুজো পরিচালনা করে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। এই কমিটির তত্বাবধানে সুশৃঙ্খলভাবে প্রায় ১৮০টি পুজো হয় চন্দননগর, ভদ্রেশ্বর এবং মানকুন্ডুতে।

তবে পঞ্জিকা মেনে এবার যেরকম পুজো পড়েছে তা অতীতে খুব একটা হয় না বলেই জানাচ্ছেন কমিটির সদস‌্যরা।  নতুন পূর্ণচন্দ্র পঞ্জিকা মতানুসারে, জগদ্ধাত্রী মাতার নবমী পুজো ৩০শে অক্টোবর, ২০২৫ বৃহস্পতিবার এবং দশমী পুজো ৩১শে অক্টোবর, ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হবে। আবার রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম পঞ্জিকা মতানুসারে নবমী পুজো হবে ৩১শে অক্টোবর, ২০২৫ শুক্রবার। কারণ ওইদিন অর্থাৎ শুক্রবার নবমী তিথি প্রাপ্ত হচ্ছে সূর্যোদয়ের সাথে এবং দশমী পুজো ১লা নভেম্বর, ২০২৫ শনিবার অনুষ্ঠিত হবে (কারণ ওইদিন অর্থাৎ শনিবার দশমী তিথি প্রাপ্ত হচ্ছে সূর্যোদয়ের সাথে)।

তাই যে সমস্ত পুজো কমিটি নতুন পূর্ণচন্দ্র পঞ্জিকা মতে পুজো করবে, তারা নবমী পুজো ৩০শে অক্টোবর, ২০২৫ বৃহস্পতিবার ও দশমী পূজা ৩১শে অক্টোবর, ২০২৫ শুক্রবার করবে। আর যে সমস্ত পুজো কমিটি এবার রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম মতে পুজো করবে, তারা নবমী পুজো ৩১শে অক্টোবর, ২০২৫ শুক্রবার ও দশমী পূজা ১লা নভেম্বর, ২০২৫ শনিবার পালন করবে। আর সেই কারণে, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি অন্তর্ভুক্ত সকল পূজা কমিটি ১লা নভেম্বর, ২০২৫ শনিবার ও ২রা নভেম্বর, ২০২৫ রবিবার প্রতিমা বিসর্জন করবেন।

আরও পড়ুনঃ বজ্র যোগের সঙ্গে কৃত্তিকা নক্ষত্র, কৃষ্ণা তৃতীয়ায় বড় চমক এই চার রাশির

চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এখানকার আলোকশোভিত বিসর্জন শোভাযাত্রা ১লা নভেম্বর, ২০২৫ তারিখ শনিবার সন্ধ্যায় শুরু হবে। সারারাত তা চলবে। এখানে রীতি অনুযায়ী, দশমীর সন্ধ্যায় শুরু হয় নিরঞ্জনের শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় যে সব প্রতিমা অংশ নেয় না, তাদের দশমীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরঞ্জন করা হয়। মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণের পর চলে সিঁদুর খেলা। তার পর বাজনা সহকারে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা।

চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, ‘‘চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তার ঐতিহ‌্য, রীতি মেনেই অনুষ্ঠিত হবে। ১ নভেম্বর হবে শোভাযাত্রা। প্রায় ৭০টি মতো বারোয়ারি এবার শোভাযাত্রায় অংশ নেবে। ইতিমধ্যেই এই শহরে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।’’ কমিটির সহকারি সম্পাদক সুজয় চট্টোপাধ‌্যায় জানান, ”দুই পঞ্জিকা মতেই পুজো হবে। যে বারোয়ারি যে পঞ্জিকা মানবেন, তারা সেই দিন নবমী, দশমী পালন করবেন। তবে এর ফলে পুজোয় বাড়তি একটা দিন উপহার পাবেন দর্শনার্থীরা।”

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন