Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গTarakeswar: মিড ডে মিলের চাল সহ স্কুলের মূল্যবান সামগ্রী চুরি, তারকেশ্বরে চাঞ্চল্য

Tarakeswar: মিড ডে মিলের চাল সহ স্কুলের মূল্যবান সামগ্রী চুরি, তারকেশ্বরে চাঞ্চল্য

স্কুলের পাশে থাকা একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দেয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ

পুজোর ছুটির সুযোগ নিয়ে তারকেশ্বরের মির্জাপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু স্কুলই নয়, পাশের একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দিয়ে নির্মাণর জন্য ব্যবহৃত যন্ত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। জোড়া চুরির এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ।

আরও পড়ুনঃ আফগানিস্তানের মারে দিশাহারা পাকিস্তান; খতম অর্ধশত পাক জওয়ান!

বিদ্যালয় সূত্রে খবর, পুজোর ছুটির জন্য স্কুল বন্ধ ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা বিদ্যালয়ের একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি,বিদ্যালয়ের তিনটি বাক্স ভেঙে চুরি করে,এরপর মিড ডে মিলের জন্য রাখা চার বস্তা চাল সহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।

এদিন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষকে।

আরও পড়ুনঃ ‘গরিব খেটে খাওয়া মানুষ ভোট দিয়েছেন’, ছাব্বিশের ভোটের আগে বড় জয় পেল বামেরা

অন্যদিকে, স্কুলের পাশে থাকা একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দেয়। বাড়ি তৈরির কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে। পর পর দুটি স্থানে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। বিদ্যালয় ও নির্মীয়মান বাড়ি ঘুরে দেখেন তদন্তকারীরা। চুরির ঘটনার সূত্র পেতে তদন্ত শুরু করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন