একজন তুমুল জনপ্রিয় পপ তারকা। অপরজন প্রাক্তন রাষ্ট্রপ্রধান। এহেন হাইপ্রোফাইল দুই ব্য়ক্তিত্বকে চুম্বনরত অবস্থায় ধরে ফেলল ক্যামেরা। হু হু করে ছড়িয়ে পড়েছে তাঁদের ছবি। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি প্রেম করছেন দু’জনে? একে অপরের সান্নিধ্যে ছুটি কাটাচ্ছেন?
আরও পড়ুনঃ এ কি কাণ্ড! মহিলার সঙ্গে তৃণমূল নেতার নগ্ন ভিডিও ভাইরাল
গল্পের নায়ক জাস্টিন ট্রুডো, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী। নায়িকা কেটি পেরি, বিখ্যাত পপ সংগীতশিল্পী। গত জুলাই মাসে তাঁদের একসঙ্গে নৈশভোজে যেতে দেখা গিয়েছিল। তখন থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি প্রেম করছেন জাস্টিন-কেটি? উল্লেখ্য, বছরদুয়েক আগে দীর্ঘ দাম্পত্যজীবনে দাঁড়ি টেনেছেন ট্রুডো।
১৮ বছরের দাম্পত্যের পর স্ত্রী সোফিকে ডিভোর্স দেন। তাঁদের তিন সন্তানও রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে ছিলেন কেটি পেরি। একটি কন্যা রয়েছে তাঁদের।
আরও পড়ুনঃ মিড ডে মিলের চাল সহ স্কুলের মূল্যবান সামগ্রী চুরি, তারকেশ্বরে চাঞ্চল্য
চলতি বছরের জুন মাসে কেটি-অরল্যান্ডোর বিচ্ছেদ হয়। তারপরেই জুলাই মাসে কানাডার মন্ট্রিয়লের এক রেস্তরাঁয় ডিনার সারতে দেখা যায় জাস্টিন-কেটিকে। তারপরে কানাডায় কেটির লাইফটাইম ট্যুরের একটি শো দেখতে যান জাস্টিন। সেখান থেকেই জল্পনা ছড়ায়, তাহলে কি প্রেম করছেন দু’জনে? সূত্রের খবর, রেস্তরাঁয় ডিনার করাটা যেভাবে সংবাদমাধ্যমে উঠে এসেছে, তা একেবারেই ট্রুডোর পছন্দ হয়নি। সেই কারণে কেটির সঙ্গে বিচ্ছেদ করবেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী, এমনটাও শোনা গিয়েছিল।
কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে দিব্যি একসঙ্গে সময় কাটাতে দেখা গেল তাঁদের। ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারার একটি ইয়টে তাঁদের চুম্বনরত অবস্থায় দেখা যায়। ‘শার্টলেস’ ট্রুডোর সঙ্গে কালো সুইমস্যুট পরিহিত কেটির ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন, ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্যও। তাঁদের রোম্যান্সের ছবি দেখে নেটিজেনদের অনেকেই মনে করছেন, এ যেন হলিউড সিনেমার দৃশ্য। তবে জাস্টিন এবং কেটির তরফে এই নিয়ে টুঁ শব্দটি করা হয়নি।