সৌমেন মুখার্জ্জী, বাঁকুড়াঃ
সাত সকালে নয়ানজুলি থেকে উদ্ধার যুবকের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের।
আরও পড়ুনঃ বয়স মাত্র ১৪ মাস, তাঁকেও ছাড়ল না! ধর্ষণ করে খুন ত্রিপুরায়
সাত সকালেই রাস্তার ধারে নয়ানজুলি থেকে উদ্ধার যুবকের দেহ। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার কোতুলপুর থানার খিরি গ্রামের রামচক মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম ভোলা চক্রবর্তী।
একটি বাইকের উপর দেহটি পড়েছিল বলে জানিয়েছেন প্রত্য়ক্ষদর্শীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনঃ “তালিবানি শাসন চলছে দেশে”! রাজ্যব্যাপী আন্দোলন গড়ার ডাক নিখিল বঙ্গ মহিলা সংঘের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কোতুলপুর থানার খিরি গ্রামের কয়েকজন বাসিন্দা প্রাতঃভ্রমণ করার সময় রামচক এলাকায় নয়ানজুলির মধ্যে এক যুবককে বাইকে মুখ গুঁজে পড়ে থাকতে দেখেন।
তড়িঘড়ি তাঁরাই পুলিশে খবর দিলে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, রবিবার রাতে স্থানীয় মধুবন গ্রামের বাসিন্দা ভোলা চক্রবর্তী বাইক নিয়ে মধুবন থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিলেন। সম্ভবত সেই সময়ই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অনুমান।