Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাGhost: ভৌতিক অভিজ্ঞতা! ‘কেউ দরজা খুলছে, বিছানায় এসে বসল…’, ভূতচতুর্দশীর আগে বামনেত্রী...

Ghost: ভৌতিক অভিজ্ঞতা! ‘কেউ দরজা খুলছে, বিছানায় এসে বসল…’, ভূতচতুর্দশীর আগে বামনেত্রী দীপ্সিতা

তরুণ প্রজন্মের বামেদের মধ্যে অন্যতম মুখ তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজনীতির আঙিনায় অতি চেনা মুখ। তরুণ প্রজন্মের বামেদের মধ্যে অন্যতম মুখ তিনি। সেই দীপ্সিতা ধরের কি কখনও কোনও ভৌতিক অভিজ্ঞতা হয়েছে?

আরও পড়ুনঃ শিব যোগে পুনর্বাসু নক্ষত্র, কৃষ্ণা অষ্টমীতে পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

ভৌতিক কোনও অভিজ্ঞতা হয়েছে কিনা জানতে চাইলে দীপ্সিতা বলেন, “ভূতের অভিজ্ঞতা ঠিক হয়নি, বা দেখিনি। কিন্তু আমি ছোট থেকেই খুব ভূতের গল্পের বই পড়তাম। কোনও জায়গায় আমার শান্ত হতে প্রচুর সময় লাগে।

আমার মনে আছে আগে যখন ঘুমাতে যেতাম, এমনকী এখনও যখন ঘুমাতে পারি না, বা শুতে পারি না তখন আমি কল্পনা করি যে, আচ্ছা এ বার কেউ দরজা খুলছে, কেউ এসে আমার বিছানায় বসল। আর আমি যদি চোখ খুলে ফেলি সে এসে আমায় আক্রমণ করবে, সুতরাং আমি চোখ খুলতে পারব না।

আরও পড়ুনঃ হুগলির তারকেশ্বরের ‘ছেলে কালী’! খেলার ছলে শুরু পুজো পেরিয়েছে ১০০ বছর

এই ভাবে নিজেকে অনেক বার ঘুম পাড়িয়েছি। তাই অতিপ্রাকৃত কোনও ঘটনার অভিজ্ঞতা তো নেই, কিন্তু নিজের মাথার মধ্যে নানা ধরনের অতিপ্রাকৃত অভিজ্ঞতা তৈরি করে সেটা থেকে একটু ডোপামিন পাওয়া, সেটা থেকে একটু উত্তেজনা বা একটু শান্তি পাওয়ার খুবই অদ্ভুত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে মাঝে মাঝে গিয়েছি।”

দীপ্সিতার মতে, “জানি এটা সত্যিই ভীষণই অদ্ভুত। তবে, আমার ভীষণ উদ্বেগ হলে আমি ভয়ের কিছু দেখি বা শুনি, ওই ভয়টা কনজ়িউম করা শুরু করলে আমি ধীরে ধীরে শান্ত হই। মাথা ঠান্ডা হয়। ভূতের সঙ্গে সম্পর্ক না থাকলেও, ভয়ের সঙ্গে আমার এক অদ্ভুত মনস্তাত্ত্বিক গণ্ডগোলের সম্পর্ক আছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন