আমেরিকার মধ্যস্থতায় শান্তি ফিরেছিল গাজ়ায়। অন্তত তেমনটাই মনে করা হচ্ছিল। নতুন আশায় বুক বেঁধে ধীরে ধীরে শহরে ফিরতে শুরু করেছিলেন গাজ়াবাসী। সেই আবহেই ফের গাজ়ায় হামলা চালাল ইজ়রায়েল। বন্ধ করে দেওয়া হল ত্রাণ প্রবেশও।
আরও পড়ুনঃ বন্ধ করা হল প্যারিসের জাদুঘর, নেপোলিয়নের গয়না লুট, হুড়োহুড়ি পর্যটকদের
সংবাদমাধ্যম আল জ়াজ়িরার প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, রবিবার দক্ষিণ গাজ়ায় হামলা চালিয়েছে ইজ়রায়েলি সেনা (আইডিএফ)। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকাল থেকে একের পর এক বিমানহামলা চালাচ্ছে ইজ়রায়েল। হামলায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার একটি ত্রাণ শিবিরে হামলায় মৃত্যু হয়েছে তিন জনের। মধ্য গাজ়ায় এক সাংবাদিক-সহ দু’জনের মৃত্যু হয়েছে। উত্তর গাজ়াতে নিহত হয়েছেন অন্তত ছ’জন। যদিও আইডিএফ-এর দাবি, মূলত হামাসের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ইজ়রায়েলের তরফে জানানো হয়েছে, আপাতত গাজ়ায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে। ইজ়রায়েলের সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গাজ়ায় কোনও মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যদিও নতুন করে অশান্তি শুরু হওয়ার জন্য প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকেই দায়ী করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।
আরও পড়ুনঃ বন্ধ করা হল প্যারিসের জাদুঘর, নেপোলিয়নের গয়না লুট, হুড়োহুড়ি পর্যটকদের
ইজ়রায়েলের বিদেশমন্ত্রী ইজ়রায়েল কাট্জ় প্রকাশ্যে হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘আইডিএফ তার সেনাদের যে কোনও মূল্যে রক্ষা করবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাসকে উচিত শিক্ষা দেব আমরা।’’
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইজ়রায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছিল। কিন্তু রবিবারই মার্কিন গোয়েন্দারা অভিযোগ তোলেন, নতুন করে হামলার ছক কষছে হামাস। যদিও হামাস সেই দাবি উড়িয়ে দেয়। তবে এই জল্পনার ভিত্তিতেই ইজ়রায়েল নতুন করে হামলা শুরু করেছে বলে দাবি।





