গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। এই ভূমিকম্পের প্রভাব কেবল আফগানিস্তানেই সীমাবদ্ধ থাকেনি, পাকিস্তান এবং ভারতের জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুনঃ তীব্র যানজট! সকালে দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে ভয়াবহ আগুন
রয়টার্স সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। রাজধানী কাবুল-সহ বহু এলাকায় কম্পন অনুভূত হয়। গভীর রাতে হঠাৎ এমন কম্পনে আতঙ্কিত সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন।
EMSC জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির প্রায় ২৪৪ কিলোমিটার (১৫২ মাইল) গভীরে। এত গভীর থেকে কম্পন সৃষ্টি হওয়ায় বিস্তীর্ণ এলাকায় তার প্রভাব পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কোনও বড় ধরনের হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের সময়কার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হঠাৎ সিলিং ফ্যান দুলতে শুরু করেছে এবং আলমারি বা তাক থেকে বইপত্র হুড়মুড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। আতঙ্কিত একজন ইউজার লিখেছেন, “হঠাৎ বিছানা কেঁপে উঠল। ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় চলে এসেছি।” অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
উল্লেখ্য, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়। এর প্রধান কারণ হল এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলে কম্পনের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে।
স্মরণীয়, গত সেপ্টেম্বরের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে ২,২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ঘটনার পর এই তালিবান শাসিত দেশটিতে আরও বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে। আজকের কম্পন পাকিস্তান এবং ভারতের কাশ্মীর উপত্যকাতেও আতঙ্ক সৃষ্টি করেছে।





