কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। মিরিকের রাস্তা থেকে প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে গেল ক্রজার গাড়ি! ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ লোকাল ট্রেন হয়ে গেল কলকাতা মেট্রো! কেউ ঘুমোচ্ছেন সিটে শুয়ে, কোথাও ঢুকছে কুকুর
আরও কয়েকজন জখম হয়েছে। জখমদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, নেপাল থেকে মিরিক ছোট বাস (ক্রুজার) চলাচল করে। আজ, বুধবার ওই ক্রুজারটি যাত্রীদের নিয়ে নেপাল থেকে মিরিকে আসছিল। বেলা সাড়ে তিনটে নাগাদ ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মিরিকের কাছে পুটুং রোডের নলডারা এলাকা দিয়ে গাড়িটি যাওয়ার সময় ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই রাস্তায় একাধিক বাঁক আছে। ওই এলাকায় বাঁকের মুখে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রায় ১৫০ ফুট গভীর খাদে গাড়িটি পড়ে যায় বলে খবর!
আরও পড়ুনঃ রেকর্ড দেশি মদের চাহিদা! মেদিনীপুরে ৭ কোটির বেশি মদ-বিয়ার বিক্রি
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে দু’জন নেপাল ও একজন মিরিকের বাসিন্দা।
দুর্ঘটনার কথা জানতে পেরে অকুস্থলে পৌঁছন স্থানীয়রা। মিরিক থানার পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাকে হাত লাগান। তিনজনের মৃতদেহ প্রাথমিকভাবে উদ্ধার হয়েছে। চালক ও বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই গাড়িটি কতজন যাত্রী ছিলেন? সেই বিষয়ে প্রাথমিকভাবে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। অতি সম্প্রতি উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখা গিয়েছিল। অতি ভারী বৃষ্টি ও হড়পা বানের কারণে দার্জিলিংয়ের বহু জায়গা বিপর্যয়ের কবলে। মিরিকের বহু জায়গায় ধস নেমেছে। বিপর্যয়ে ভেঙে পড়েছে দুধিয়া সেতু। অন্য রাস্তা দিয়ে ঘুরপথে এখন গাড়ি চলাচল করছে। ঘুরপথেই এদিন ওই গাড়িটি মিরিক আসছিল। বাসের চাকা কি কোনও কারণে পিছলে গিয়েছিল? নাকি অন্য কোনও কারণ? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।





