কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
পর্যটন মহলের মতে, এই টিকিটের ছবিই বলে দিচ্ছে— আসন্ন শীতের মরশুমে পাহাড়-ডুয়ার্সে পর্যটনে লক্ষ্মীলাভ নিশ্চিত। ট্রেনের টিকিট কাটতেই হোটেল, হোম স্টে মালিকদের ফোনে ব্যস্ততা বেড়েছে। কেউ পছন্দমতো গাড়ি চাইছেন, কেউ ট্রিপ প্ল্যান চাচ্ছেন। কালীপুজো শেষ হতেই শীতের বুকিং শুরু হয়ে যাওয়ায় খুশি ট্যুর অপারেটররা।
আরও পড়ুনঃ ভাইফোঁটার শুভ দিনে সৌভাগ্য যোগ; সুখের জোয়ার এই চার রাশির
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “পুজোর সময় প্রাকৃতিক বিপর্যয়ে পাহাড়-ডুয়ার্সে পর্যটন একটু ধাক্কা খেয়েছিল। কিন্তু এখন বুকিং ঝড়ের বেগে চলছে। ডিসেম্বর-জানুয়ারিতে আবার জোয়ার আসবে।”
পর্যটন ব্যবসায়ীদের মতে, বছরশেষের ছুটিতে দার্জিলিং, কালিম্পং, সিকিমের পাশাপাশি ডুয়ার্সেও ভিড় হবে চোখে পড়ার মতো। আরও বড় খুশির খবর— এবার বিদেশ থেকেও বুকিং এসেছে। ইংল্যান্ড, আমেরিকা সহ কয়েকটি দেশের পর্যটক দল ইতিমধ্যেই সফরসূচি ঠিক করে ফেলেছেন।
আরও পড়ুনঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা; কেঁপে উঠল বীরভূমের গ্রাম!
ডুয়ার্সে উৎসবের আমেজও জমে উঠছে। ২৫ ডিসেম্বর লাটাগুড়িতে শুরু হবে ‘এশিয়ান ফোক ফেস্টিভ্যাল’, যেখানে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা-সহ বিভিন্ন দেশের শিল্পীরা যোগ দেবেন। পাহাড়ে ডিসেম্বরেই থাকছে মেলো-টি ফেস্টিভ্যাল, ঘুম ফেস্টিভ্যাল, আর জানুয়ারিতে আসছে বেঙ্গল হিমালয়ান ফেস্টিভ্যাল।
অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসুর কথায়, “এই বুকিং ট্রেন্ডই বলছে— শীতে পাহাড়-ডুয়ার্সে আবারও রঙিন হবে পর্যটন মানচিত্র। হোটেল, ট্রেন, গাড়ি— সবেতেই ‘সোল্ড আউট’-এর ছবি।”
শীতের বাতাস নামার আগেই তাই স্পষ্ট— পাহাড় ডাকছে, ট্রেন ভরছে, পর্যটনের মরসুম এবার জমজমাট!


                                    


