Tuesday, 4 November, 2025
4 November
HomeকলকাতাBhai Phota 2025: আজ ভাই ও বোনের সম্পর্কের উদযাপন; ভাইফোঁটার গিফট হোক...

Bhai Phota 2025: আজ ভাই ও বোনের সম্পর্কের উদযাপন; ভাইফোঁটার গিফট হোক আরও স্মার্ট

ভাইফোঁটা, মিষ্টিমুখ, ভূরিভোজ ও উপহার আদানপ্রদান এই সবকটিই জুড়ে থাকে এই দিনের সঙ্গে। ভাই বা বোনকে কী উপহার দেবেন এই বিশেষ দিনে ভাবছেন?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসবের এই মরশুমের প্রায় শেষ পর্বে ভাইফোঁটা উদযাপনের পালা। ভাই ও বোনের সম্পর্কের একপ্রকার উদযাপন ঘিরে থাকে এই দিন ও উৎসবের আয়োজন ঘিরে। ভাইফোঁটা, মিষ্টিমুখ, ভূরিভোজ ও উপহার আদানপ্রদান এই সবকটিই জুড়ে থাকে এই দিনের সঙ্গে। ভাই বা বোনকে কী উপহার দেবেন এই বিশেষ দিনে ভাবছেন?

আরও পড়ুনঃ ভার্চুয়াল স্পর্শে ভাই-বোনের সম্পর্ক! ফোঁটা দেবে AI

বোনকে এই বিশেষ দিনে বোনকে উপহার হিসেবে দিতে পারেন গয়না। সোনার গয়নার দাম বেড়েছে, গয়না কীভাবে উপহার হিসেবে দেবেন এই ভাবনা ভাবার দরকার নেই। কারণ সোনার দাম বাড়লেও বাজারে বহুধরনের গয়না মেলে। বিভিন্ন রকমের কসটিউম গয়না, মুক্তোর গয়না, গোল্ড প্লেটেড গয়নার মতো নানা জিনিস পেয়ে যাবেন সহজেই। যা থাকবে আপনার সাধ ও সাধ্যের মধ্যে। শুধু তাই নয়, বোন যদি রুপোর গয়না পছন্দ করেন তাহলে রুপোর গয়নায় উপহার হিসেবে দিতে পারেন।

বোনের যদি মেকআপের প্রতি বিশেষ ভালোবাসা থাকে তাহলে সেক্ষেত্রে তাঁকে তাঁর পছন্দের মেকআপ কিট ভাইফোঁটায় উপহার হিসেবে দিতে পারেন। অন্যান্য মেকআপ কিটের বদলে দিতে পারেন তাঁর পছন্দের কথা মাথায় রেখে লিপস্টিকও। এছাড়াও বিভিন্ন স্কিনকেয়ার হ্যাম্পার বা স্টালিশ ব্যাগও উপহার হিসেবে দিতে পারেন।

আরও পড়ুনঃ ভাইফোঁটার শুভ দিনে সৌভাগ্য যোগ; সুখের জোয়ার এই চার রাশির

অন্যদিকে ভাই যদি গ্যাজেট পছন্দ করেন তাহলে তাঁর পছন্দের কথা মাথায় রেখে এই ভাইফোঁটায় তাঁকে দিতে পারেন স্মার্ট জলের বোতল। এটি দেখতেও যেমন স্মার্ট তেমনই এই বোতল অ্যাপের সাহায্যে যুক্ত থাকবে ফোনের সঙ্গে। আর তার ফলেই শরীরকে হাইড্রেটেড রাখতেই জল খাওয়ার কথা মনে করিয়ে দেয়। তাই ভাইকে এই বিশেষ জলের বোতল উপহার দিতেই পারেন।

বর্তমান সময়ে অফিসের কাজ বেশিরভাগ সময়েই অনেকে নিজের ফোন থেকে সেরে থাকেন। সেক্ষেত্রে ফোনে সর্বক্ষণ চার্জ থাকাটা ভীষণই দরকার। তাই আপনার ভাইয়েরও যদি সেরকম পরিস্থিতি হয় এবং তাঁর ফোনে যদি ওয়্যারলেস চার্জিং পয়েন্ট সাপোর্ট করে তাহলে তাঁকে চোখ বন্ধ করে এই প্রয়োজনীয় জিনিসটি উপহার দিতে পারেন ভাইফোঁটায়।

এই মুহূর্তে

আরও পড়ুন