Tuesday, 4 November, 2025
4 November
HomeকলকাতাSSKM: এবার SSKM, নিরাপত্তা শিকেয়! সরকারি হাসপাতালের ভিতর শ্লীলতাহানির অভিযোগ; গ্রেফতার NRS...

SSKM: এবার SSKM, নিরাপত্তা শিকেয়! সরকারি হাসপাতালের ভিতর শ্লীলতাহানির অভিযোগ; গ্রেফতার NRS হাসপাতালের অস্থায়ী কর্মী

এ বার ‘ডাক্তার’ পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের প্রশ্ন উঠে গেল রাজ্য তথা শহরের হাসপাতালের নিরাপত্তা নিয়ে। আরজি করের পর এবার যৌন নির্যাতনের ঘটনা এসএসকেএম-এ! অভিযোগ, চিকিৎসা করাতে আসা এক নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। তিনি এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী বলে জানা গেছে।

আরও পড়ুনঃ উৎসব পেরোতেই ট্রেনে ‘রিগ্রেট’! পাহাড়-ডুয়ার্সে শীতের আগেই পর্যটন জমজমাট

আরজি কর হাসপাতালের ঘটনার রেশ এখনও বহাল। এরই মাঝে দুর্গাপুর এবং উলুবেড়িয়ার ঘটনাও ক্ষোভ বাড়িয়েছে রাজ্যবাসীর। এই আবহেই এবার সংবাদ শিরোনামে চলে এল রাজ্যের এক নম্বর সুপার স্পেশ্যালিটি হাসপাতালও! জানা গেছে, এসএসকেএম-এর ট্রমা কেয়ার ইউনিটের শৌচাগারে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই যুবকের নাম অমিত মল্লিক। তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ।

বুধবার দুপুরে ওই নাবালিকা ওপিডি-তে চিকিৎসা করাতে এসেছিল বলে খবর। জানা গেছে, তার পরিবারের সদস্যরা যখন টিকিট করানোর কাজে ব্যস্ত ছিলেন সেই সময়ই নাবালিকাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত যুবক। বর্তমানে এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী হলেও সে আগে এসএসকেএম-এর অস্থায়ী কর্মী ছিল বলে জানা গেছে। সেই প্রেক্ষিতে তার যাতায়াত ছিল হাসপাতালে। কিন্তু কীভাবে সকলের চোখ এড়িয়ে সে এমন কাজ করতে পারল, তাও এত বড় হাসপাতালের মধ্যে, সেটাই সবথেকে বিরাট প্রশ্ন।

আরও পড়ুনঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা; কেঁপে উঠল বীরভূমের গ্রাম!

এসএসকেএম-এ চুক্তিভিত্তিক ওয়ার্ড বয় বিভাগে কাজ করতেন ওই যুবক। সেই কাজের সুবাদে তার কাছে হাসপাতালের পুরনো পোশাক ছিল। সেটা পরেই তিনি বুধবার এসএসকেএম-এ ঢুকে সোজা চলে যান নাবালিকার কাছে। তারপর ঘটান সেই মারাত্মক ঘটনা। নাবালিকার চিৎকারে সকলে বিষয়টি সম্পর্কে অবগত হলে যুবক সেখান থেকে পালিয়ে যায়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। বৃহস্পতিবার ধাপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকাতেই যুবকের বাড়ি। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে। আজই আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন