Tuesday, 4 November, 2025
4 November
HomeদেশElection Commission: নভেম্বরেই এসআইআর? SIR নিয়ে বড় নির্দেশ!

Election Commission: নভেম্বরেই এসআইআর? SIR নিয়ে বড় নির্দেশ!

লক্ষ্য একটাই। দ্রুত ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন বা এসআইআর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নতুন মাসে নতুন বৈঠক। কিন্তু লক্ষ্য একটাই। দ্রুত ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন বা এসআইআর। আর সেই লক্ষ্যপূরণে বুধবার থেকে একাধিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-দের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং ও বিবেক যোশী।

সব কিছু ঠিকঠাক চললে নভেম্বরেই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন— অর্থাৎ এসআইআর । বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন সব রাজ্যের সিইওরা।

আরও পড়ুনঃ ফের মুখ খুললেন হুমায়ুন! ‘মুর্শিদাবাদে তৃণমূলকে ২০ থেকে ১০ এ নামাব’

আর সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের সিইওদের জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ, অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে!

পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরী— এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার সংশ্লিষ্ট রাজ্যের সিইও-দের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে বসে। সূত্রের খবর, নভেম্বরের প্রথম দিকেই শুরু হতে পারে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ।

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট (IIIDEM)-এ দুদিন ধরে চলছে এই বৈঠক। সভাপতিত্ব করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সঙ্গে রয়েছেন দুই কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক জোশি। হাজির দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা।

আরও পড়ুনঃ এবার SSKM, নিরাপত্তা শিকেয়! সরকারি হাসপাতালের ভিতর শ্লীলতাহানির অভিযোগ; গ্রেফতার NRS হাসপাতালের অস্থায়ী কর্মী

এর আগে গত ১০ সেপ্টেম্বর হয়েছিল SIR-সংক্রান্ত প্রাথমিক বৈঠক। সেখানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জমা দেয় তাদের ভোটার সংখ্যা, শেষ সংশোধনের সময় এবং বর্তমান তালিকার বিস্তারিত তথ্য। এবার সেই তথ্যের ভিত্তিতেই চলছে পরবর্তী মূল্যায়ন।

কমিশনের নজর এখন কয়েকটি মূল বিষয়ের দিকে— DEO, ERO, AERO, BLO ও BLA-দের নিয়োগ ও প্রশিক্ষণ পরিস্থিতি, নতুন ও পুরনো ভোটার তালিকা মেলানো, এবং আগামী নির্বাচনের কথা মাথায় রেখে কর্মীদের প্রস্তুতি।

কমিশনের এক শীর্ষ কর্তার কথায়, “ভোটার তালিকায় কোনও ভুল যেন না থাকে, সেটাই এখন মূল লক্ষ্য।”

এই মুহূর্তে

আরও পড়ুন