Tuesday, 4 November, 2025
4 November
HomeকলকাতাKolkata: খাস কলকাতায় হোটেলের বক্স খাট থেকে মিলল যুবকের দেহ, ঘটনাস্থলে পার্কস্ট্রিট...

Kolkata: খাস কলকাতায় হোটেলের বক্স খাট থেকে মিলল যুবকের দেহ, ঘটনাস্থলে পার্কস্ট্রিট থানার পুলিশ

যুবকের সঙ্গে থাকা আর একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হোটেলের রুমে বক্স খাটের ভিতর থেকে যুবকের দেহ উদ্ধার। রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেল থেকে শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ বাংলায় তাণ্ডব চালাবে ‘মন্থা’! ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাগরে

ওই যুবকের সঙ্গে থাকা আর একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। খাস কলকাতায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, গতকাল দুই যুবক হোটেলে ঘর ভাড়া নেন। পরে এক যুবক বেরিয়ে যান। এদিন সকালে হোটেলের কর্মীরা রুম বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু, কোনও সাড়া পাননি। তখন হোটেল কর্মীরা রুমের ভিতর ঢোকেন। তখন বক্স খাটের মধ্যে যুবকের দেহ দেখতে পান। খবর পেয়েই আসে পার্কস্ট্রিট থানার পুলিশ।

আরও পড়ুনঃ আজীবন আপোষহীন যোদ্ধা, ১১২ তম জন্মদিনে বীরাঙ্গনা লক্ষী সায়গল

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ, মাথায় রক্ত লেগে ছিল। দেহে পচন ধরতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। ওই দুই যুবক কখন এসেছিলেন, তাঁদের সঙ্গে কেউ দেখা করতে এসেছিলেন কি না, সেইসব খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বয়ান লাল নামে হোটেলের রুম বুক করা হয়েছিল। আধার কার্ড দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে বয়ান লালের সঙ্গে পুলিশ যোগাযোগ করে। তিনি জীবিত রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর আধার কার্ড কীভাবে ওই যুবকদের কাছে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

এই মুহূর্তে

আরও পড়ুন