গ্রেফতার সঙ্গীত পরিচালক জুটি সচিন-জিগরের সচিন সাংঘভী। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ‘আজ কি রাত’ খ্যাত সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে। ২৯ বছর বয়সি এক মহিলা সচিনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।
আরও পড়ুনঃ খাস কলকাতায় হোটেলের বক্স খাট থেকে মিলল যুবকের দেহ, ঘটনাস্থলে পার্কস্ট্রিট থানার পুলিশ
মামলাটি থানায় দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় সচিনকে। অবশ্য কিছু ক্ষণের মধ্যেই তাঁকে জামিন দেওয়া হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২৯ বছর বয়সি অভিযোগকারিণী মামলা দায়ের করা মাত্রই পুলিশ তৎপর হয়। প্রথমেই গ্রেফতার করে সচিনকে হেফাজতে নেওয়া হয়। পরে অবশ্য তাঁকে জামিন দেওয়া হয়।
আরও পড়ুনঃ বাংলায় তাণ্ডব চালাবে ‘মন্থা’! ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাগরে
সচিনের আইনজীবী আদিত্য মিঠে এই ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনও প্রমাণ নেই। আমার মক্কেলকে পুলিশ বেআইনি ভাবে আটক করেছিল। সেই জন্যই তাঁকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। প্রতিটি অভিযোগের সঠিক উত্তর দিতে চাই আমরা।”
উল্লেখ্য, সচিন সাংঘভী ও জিগর সরইয়া একসঙ্গে সঙ্গীত পরিচালনা করেন। বলিউডে তাঁরা সচিন-জিগর নামে পরিচিত। বহু সফল গান রয়েছে তাঁদের ঝুলিতে। ‘ভেড়িয়া, ‘স্ত্রী’, ‘পরম সুন্দরী’র মতো ছবিতে গান বেঁধেছেন তাঁরা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘থামা’-তেও সঙ্গীত পরিচালনা করেছেন তাঁরা। সচিন-জিগরের সফল গানগুলির মধ্যে রয়েছে ‘তরস’, ‘এক জ়িন্দেগি’, ‘অপনা বনা লে’, ‘তেরে ওয়াস্তে’, ‘ফির অউর কেয়া চাহিয়ে’ ইত্যাদি।





