Monday, 3 November, 2025
3 November
Homeআন্তর্জাতিক নিউজAlbania: একসঙ্গে ৮৩ সন্তানের জন্ম! সারা বিশ্বে ব্যাপক চর্চা  

Albania: একসঙ্গে ৮৩ সন্তানের জন্ম! সারা বিশ্বে ব্যাপক চর্চা  

গর্ভে ৮৩টি সন্তান, অন্ত:সত্ত্বা বিশ্বের প্রথম AI মন্ত্রী! অদ্ভুত দাবি প্রধানমন্ত্রী রামার

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেশের এক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মন্ত্রী নাকি মা হতে চলেছেন, এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকবে আলবেনিয়া। স্বাভাবিকভাবেই এই খবর শুনে চমকে গিয়েছিলেন সকলেই। রবিবার আন্তর্জাতিক মঞ্চ থেকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা ঘোষণা করেন, সরকারের সেই ‘AI মানবী’ মন্ত্রী ডিয়েলা একসঙ্গে ৮৩ সন্তানের জন্ম দিতে চলেছেন, যারা মায়ের মতোই সরকারের কাজে অংশ নেবে।

আরও পড়ুনঃ ভাইজানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা পাকিস্তানের, ইসলামাবাদে নিষিদ্ধ ভাইজান

সম্প্রতি দুর্নীতি রুখতে এবং সরকারি কাজকে আরও স্বচ্ছ করতে এই AI মন্ত্রী নিয়োগ করে আলবেনিয়া সরকার। ডিয়েলা নামের এই ভার্চুয়াল মন্ত্রীকে সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। তার আগে চলতি বছরের জানুয়ারি মাসে তাকে প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়েছিল। সরকারি নথিপত্র সংক্রান্ত কাজে সাহায্য করত ডিয়েলা। পরে তাকে মন্ত্রী হিসেবে ঘোষণা করে সরকার, যা সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

বার্লিনে অনুষ্ঠিত ‘গ্লোবাল ডায়লগ’-এর মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এদি রামা বলেন, “আমরা ডিয়েলাকে নিয়ে একটি বড় ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু তা সফল হয়েছে। এখন ডিয়েলা অন্তঃসত্ত্বা, সে ৮৩ সন্তানের মা হতে চলেছে। যারা সরকারের হয়ে কাজ করবে।” এদি ব্যাখ্যা করেন, তিনি ‘AI সহযোগী’দের কথা বলছেন- অর্থাৎ ডিয়েলার তৈরি ৮৩টি ভার্চুয়াল সহকারী (সন্তান), যারা প্রতিটি জনপ্রতিনিধির সহযোগী হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রীর কথায়, “ডিয়েলার প্রতিটি সন্তান সংসদের সমস্ত কাজ রেকর্ড করবে, জনপ্রতিনিধিদের আলোচনা সংরক্ষণ করবে, এমনকি তাঁদের অনুপস্থিতিতেও কী ঘটল তা জানাবে।” তিনি আরও বলেন, “ধরুন আপনি কফি আনতে গেলেন, ডিয়েলার সন্তান আপনাকে জানাবে সেই সময়ে আপনার অনুপস্থিতিতে ঠিক কী ঘটেছে, এমনকি কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তাও বলবে।”

আরও পড়ুনঃ পুতিনকে নিয়ে ‘হতাশ’ ট্রাম্প! পুতিনের সাথে আবার বৈঠকে বসতে রাজি একটি শর্তে? কি সেটা?

২০২৬ সালের শেষের দিকে ডিয়েলার এই ৮৩টি ‘AI সন্তান’ সরকারি কাজে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশাবাদী, এদের মাধ্যমে সরকারি কাজ আরও দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন হবে।

জানা যায়, ডিয়েলা শব্দের অর্থ ‘সূর্য’। দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা কমাতে তৈরি এই ‘AI মানবী’ এখন এক নতুন যুগের প্রতীক হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সরকার পরিচালনায় আলবেনিয়া বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে জায়গা করে নিচ্ছে। প্রযুক্তির যুগে এবার কি তবে ‘AI প্রজন্মের সরকার’ আসতে চলেছে? প্রধানমন্ত্রী রামার এই ঘোষণায় এখন গোটা বিশ্বে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন