আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। রাজ্যের চার জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ ১২ বার স্বাধীনতা ঘোষণা; ভারতের ঘরের পাশে আরও একটা নতুন দেশের জন্ম
এর মধ্যে দিঘাতে এমনিতেই ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলে দাবি। প্রশাসনের পক্ষ থেকেই চলছে সতর্কতার মাইকিং।
আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী ঘুর্ণিঝড় মন্থা প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভনা রয়েছে সেই মোতাবেক সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হওয়া শুরু হয়েছে সৈকত শহর দিঘায়।





