কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
গভীর রাতে হাসপাতালে দলবল নিয়ে তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি! কর্তব্যরত অস্থায়ী কর্মীকে মারধর করে পাঁচ লক্ষ টাকা চাওয়ায় অভিযোগ। তিনদিনের মধ্যে টাকা দিতে না পারলে হাসপাতালে কাজ করতে না দেওয়ায় হুমকি। সঙ্গে প্রাণে মারারও হুমকি। অভিযোগ সামনে আসতেই তুমুল চাঞ্চল্য মালদায়।
আরও পড়ুনঃ চন্দননগর ইতিহাসে বড় বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৭৫ ফুটের বড় জগদ্ধাত্রী; জখম ২
মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে আসতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের একাংশ আতঙ্কে রয়েছেন।
পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত ইংরেজবাজার পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটিইউসির শহর সহ সভাপতি জয়ন্ত বোসের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীরা।
অস্থায়ী কর্মীদের সুপারভাইজার মানস রায় বলেন, ‘এই ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের এক অস্থায়ী কর্মীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। এছাড়াও ঘটনার প্রেক্ষিতে ইংরেজবাজার থানায় অভিযোগ জানানো হয়েছে।’
যদিও প্রাণে মারার হুমকি, এমনকি টাকা চাওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি অভিযুক্ত আইএনটিটিইউসির শহর সহ সভাপতি জয়ন্ত বোসের। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সংস্থা কর্মীদের বিনা কারণে কাজ থেকে বের করে দিচ্ছে। টাকার বিনিময়ে নতুন কর্মী নিয়োগ করছে। এই বিষয়টি নিয়েই জানতে গিয়েছিলাম। উলটে আমার নামেই মিথ্যে অভিযোগ দিচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন।’





