ফের শহরে অগ্নিকাণ্ড! বুধবার সাতসকালে গড়িয়াহাটের সাউথ রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় আগুন লাগে বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছ’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ঘটনার সময় ব্যাঙ্ক বন্ধ থাকায় ভিতরে কেউ ছিল না বলেই অনুমান করা হচ্ছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখবে দমকল।
আরও পড়ুনঃ ‘মন করীকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন’; বলেছিলেন রামকৃষ্ণ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ছ’টা নাগাদ আগুন লাগে। প্রথমে ব্যাঙ্কের ভিতর থেকে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দা ও আশেপাশের ব্যবসায়ীরা। এরপরই দেখা যায় আগুনের শিখা। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। আরও জানা গেছে, প্রথমে দুটি ইঞ্জিন আসলেও পরিস্থিতি বুঝে আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে।
দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন ওই শাখার ম্যানেজার। আশঙ্কা করা হচ্ছে, কিছু জরুরি নথিপত্র পুড়ে যেতে পারে।
কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর আসল কারণ খতিয়ে দেখবে দমকল কর্মীরা।
আরও পড়ুনঃ ধৃতি যোগের সঙ্গে শ্রবণা নক্ষত্র, সোনায় মোড়া ভাগ্য থাকবে এই চার রাশির
গত কয়েকদিনে শহরে একের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত সোমবার দুপুরে বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা যায়। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন অন্তত ৮ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। সকলকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দমকল সূত্রে জানা যায়।
তার ঠিক একদিন আগেই অর্থাৎ রবিবার, মানিকতলায় একটি কারখানায় বড়সড় অগ্নিকাণ্ড ঘটে। সেখানে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একদিনের মধ্যেই ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে।





