বছর প্রায় শেষের পথে। আর ২ মাস বাকি। আর এই দুই মাসের মধ্যেই আপনাকে প্যান কার্ড আর আধার লিঙ্ক করিয়ে ফেলতেই হবে। নইলে বড়সড় সমস্যার মুখে পড়তে চলেছেন আপনি। UIDAI এর তরফে এবার দেওয়া হয়েছে ফাইনাল ডেডলাইন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই যাঁরা যাঁরা এখনও প্যান কার্ড আর আধার লিঙ্ক করাননি, তাঁদের জন্য এটাই ফাইনাল ডেডলাইন। লিঙ্ক করতে হবে এই ২ মাসের মধ্যেই।
এবারও যদি কোনও কারণে , আধার ও প্যান লিঙ্ক করাতে আপনি না পারেন, তাহলে ভোগান্তি অপেক্ষা করছে আপনার জন্য। আপনার প্যান কার্ডটি তাহলে আগামী ১ জানুয়ারির মধ্যেই অকেজো হয়ে যাবে। ২০২৬ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার এখনকার প্যান কার্ডটি। এর ফলে আপনি আর আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না বা কোনও আর্থিক লেনদেনের জন্য আপনার প্যান কার্ড ব্যবহার করতে পারবেন না। আর যেখানে যেখানে বৈধ নথি হিসেবে প্যান কার্ড চাওয়া হয়, সেখানেও পেশ করতে পারবেন না আপনার প্যান কার্ডটি।
আরও পড়ুনঃ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বন্যা – ‘জ্যানক্লিয়ান মেগাফ্লাড’
জালিয়াতি এবং কর ফাঁকি রোধ করার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। অতএব, যারা এখনও তাদের আধার এবং প্যান লিঙ্ক করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়াটি সম্পন্ন করা উচিত। www.incometax.gov.in অথবা uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে এই কাজটি সহজেই এটি করা যায়।
১ নভেম্বর থেকে যে যে নিয়ম বদলাচ্ছে
UIDAI-এর নতুন নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে, আপনার আধার কার্ডে আপনার নাম, ঠিকানা বা মোবাইল নম্বর আপডেট করার জন্য ৭৫ টাকা খরচ হবে।
আরও পড়ুনঃ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বন্যা – ‘জ্যানক্লিয়ান মেগাফ্লাড’
আঙুলের ছাপ, চোখের আইরিস বা ছবি আপডেটের জন্য ১২৫ টাকা খরচ হবে। ৫ থেকে ৭ বছর বয়সী এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে হবে। অনলাইন ডকুমেন্ট আপডেট করা যাবে ১৪ জুন, ২০২৬ পর্যন্ত, বিনামূল্যেই।
তবে, ১ নভেম্বর থেকে নির্দিষ্ট কেন্দ্র থেকে এই পরিষেবা নিতে হবে। তার জন্য ৭৫ টাকা দিতে হবে। আপনার আধার কার্ড পুনর্মুদ্রণের জন্য ৪০ টাকা দিতে হবে। হোম এনরোলমেন্ট পরিষেবার জন্য প্রথম ব্যক্তির জন্য ৭০০ টাকা খরচ হবে। একই ঠিকানায় প্রতি ব্যক্তির জন্য আর ₹৩৫০ করে লাগবে। অতএব, যদি আপনার আধার কার্ডে কোনও পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে আগে থেকেই অনলাইনে সেগুলি পূরণ করা ভাল। নইলে খরচ করতে হবে।





