Tuesday, 4 November, 2025
4 November
HomeকলকাতাKolkata Book Fair: ‘থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি শুরু কলকাতা বইমেলা

Kolkata Book Fair: ‘থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি শুরু কলকাতা বইমেলা

মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শারদ উৎসবের পরে বাংলার সবচেয়ে বড় উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল। আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল ৪৯তম কলকাতা বইমেলার দিনক্ষণের। দ্য পার্ক হোটেলে সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানান হল, ২২ জানুয়ারি (২০২৬)-এ মেলার উদ্বোধন। মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনেই হবে বইমেলা। এই প্রথম থিম কান্ট্রি হল আর্জেন্টিনা। উল্লেখ্য, এবারও মেলায় থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন।

আরও পড়ুনঃ তৃণমূলের কাননে শোভনের প্রত্যাবর্তন; বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে দুপুরেই যাচ্ছেন শাসকদলে

দ্য পার্ক হোটেলের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর দে। এছাড়াও ছিলেন কলকাতার আর্জেন্টিনা দূতাবাসের দুই প্রতিনিধি-সহ বিশিষ্টজনেরা। সকলের সামনে বইমেলার থিম কান্ট্রির লোগো উদ্বোধন হল এদিন। এছাড়াও জানানো হয় এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা।

ভিক্টোরিয়া ওকোম্পো-রবীন্দ্রনাথ সম্পর্কের জোরে ভারত তথা বাংলার সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক শক্তপোক্ত। ত্রিদিব এবং সুধাংশু খেলার (পড়ুন ফুটবল) সূত্রে আর্জেন্টিনার সঙ্গে বাংলার সম্পর্কের কথাও উল্লেখ করেন। বলা বাহুল্য সেই সম্পর্কের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার ছিলেন ফুটবলের রাজপুত্র অকাল প্রয়াত দিয়োগো আরমান্দো মারাদোনা। কাকতালীয়ভাবে তাঁর যোগ্য উত্তরসূরি লিওনেল মেসি আগামী ডিসেম্বের মাসে ভারত সফরে বাংলার মাটিতে পা রাখবেন।

আরও পড়ুনঃ ‘সবাই বলছিল, তুই-ই মারতে পারবি’, দুই ছক্কার সুবাদেই ইতিহাস গড়লেন শিলিগুড়ির মেয়ে রিচা

সোমবার সাংবাদিক সম্মেলনে গিল্ডের তরফে জানানো হয়, ২০২৬ সালের বইমেলায় অংশ নেবে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পেরু, জাপান, থাইল্যান্ড, এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। এছাড়াও থাকবে দেশের বিভিন্ন প্রদেশের বহু প্রকাশনা সংস্থা। গিল্ডের কর্তারা জানান, ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী। বই বিক্রির পরিমাণ ছিল ২৩ কোটি টাকা।

২০২৭ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার সুবর্ণজয়ন্তী বর্ষ। ৫০তম বছরে বিশেষ পরিকল্পনা রয়েছে গিল্ডের। তার মধ্যে অন্যতম হল বইমেলার প্রথম কুড়ি বছরে (১৯৭৬-১৯৯৬) তোলা ছবি প্রদর্শনী এবং প্রতিযোগিতা। এছাড়াও জানানো হয়েছে, বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি।

এই মুহূর্তে

আরও পড়ুন