দেশজুড়ে শুরু নতুন বিতর্ক—ভারতে কি তবে নিষিদ্ধ হতে চলেছে পর্ন দেখা? সোমবার সুপ্রিম কোর্টের মন্তব্য ঘিরে এমন প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। শুনানির সময় প্রধান বিচারপতি বিআর গভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ হঠাৎ নেপালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তোলায় চর্চা আরও বেড়েছে। আদালতের মন্তব্য ছিল, “দেখেছেন তো নেপালে কী হয়েছে।” ঠিক কী ইঙ্গিত দিলেন বিচারপতি?
আরও পড়ুনঃ ‘থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি শুরু কলকাতা বইমেলা
আসলে নেপালে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করার পর যে বিপুল প্রতিবাদ হয়েছিল, সেটিকেই ইঙ্গিত করেছেন ভারতের শীর্ষ আদালত। সেপ্টেম্বর মাসে নেপালে সরকারের বিরুদ্ধে জেন জি প্রজন্ম নামে এক বিশাল আন্দোলন গড়ে ওঠে। সেদেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে উৎখাত করতে রাস্তায় নামে তরুণ প্রজন্ম। হিংসায় প্রাণ যায় ৭৬ জনের। সেই ঘটনার উল্লেখ করে ভারতের সুপ্রিম কোর্ট যেন সাবধান করে দিল—নিষেধাজ্ঞা মানেই জনগণের ক্ষোভও তৈরি হতে পারে।
পর্নোগ্রাফি ব্যান সংক্রান্ত এই মামলার শুনানিতে আদালত জানিয়েছে, “এই মামলার প্রতি খুব বেশি আগ্রহ নেই, তবে চার সপ্তাহ পর ফের শুনানি হবে।” মামলাকারীর দাবি ছিল, সরকার যেন একটি নির্দিষ্ট নীতি তৈরি করে, যাতে ইন্টারনেটে পর্নোগ্রাফি কনটেন্টের ব্যবহার ও প্রভাব সীমিত করা যায়। আদালতও স্বীকার করেছে, ইন্টারনেটে এ ধরনের কনটেন্টের আধিক্য যথেষ্ট, যা বিশেষ করে ১৩ থেকে ১৮ বছর বয়সীদের মানসিকভাবে প্রভাবিত করছে।
আরও পড়ুনঃ তৃণমূলের কাননে শোভনের প্রত্যাবর্তন; বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে দুপুরেই যাচ্ছেন শাসকদলে
অনেকে মনে করেন, ভারতে পর্ন দেখা অপরাধ। কিন্তু বাস্তবে তা নয়। ভারতীয় আইনে পর্ন দেখা বেআইনি নয়, তবে এর প্রযোজনা ও বাণিজ্যিক বিতরণ অপরাধ হিসেবে গণ্য হয়। ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ অনুযায়ী, এমন কনটেন্ট বানানো বা ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। ইতিমধ্যেই কেন্দ্র হাজারেরও বেশি পর্ন সাইট, যেমন পর্ণহাব, নিষিদ্ধ করেছে।
চলতি বছরের শুরুতে কেন্দ্র সরকার অন্তত ২৫টি ওটিটি প্ল্যাটফর্মের উপরও নিষেধাজ্ঞা জারি করে। অভিযোগ ছিল, এই অ্যাপগুলিতে অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট প্রচারিত হচ্ছিল। Ullu, ALTT, NeonX VIP, Gulab App, MoodX—এই সব জনপ্রিয় অ্যাপও সেই তালিকায় রয়েছে। এখন প্রশ্ন একটাই—সোশ্যাল মিডিয়ার পর এবার কি পর্নও সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে ভারতে? নাকি নেপালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সুপ্রিম কোর্ট এবার সতর্ক পদক্ষেপ নেবে—এই নিয়েই জল্পনা তুঙ্গে।


                                    


