Wednesday, 5 November, 2025
5 November
Homeলাইফ-স্টাইলLife Style: মানুষ মানেই অনুভূতি; পুরুষদের এমন কিছু গোপন ইচ্ছা, যা তারা...

Life Style: মানুষ মানেই অনুভূতি; পুরুষদের এমন কিছু গোপন ইচ্ছা, যা তারা নারীদের কাছ থেকে লুকিয়ে রাখেন

প্রতিটি পুরুষেরই কিছু নিজস্ব ভাবনা বা কল্পনা থাকে, যেগুলো তারা খুব কমই প্রকাশ করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মানুষ মানেই অনুভূতি, আর অনুভূতির ভেতরে লুকিয়ে থাকে বহু না-বলা কথা। যেমন নারীদের কিছু গোপন ইচ্ছা থাকে, তেমনি পুরুষদের মনেও লুকিয়ে থাকে কিছু গভীর চাওয়া— যা তারা খুব কম ক্ষেত্রেই প্রকাশ করেন।

আরও পড়ুনঃ মারাত্মকই নয় রীতিমতো প্রাণঘাতী! প্রাণঘাতী বিষ বাতাস!

চলুন জেনে নেওয়া যাক, পুরুষদের সেই গোপন ইচ্ছাগুলো কী কী হতে পারে

১. প্রয়োজনীয় হয়ে থাকতে চাওয়ার আকাঙ্ক্ষা

বেশিরভাগ পুরুষই চান— তার সঙ্গী যেন তাকে প্রয়োজনীয় মনে করেন।

যখন তারা অনুভব করেন যে, তাদের ছাড়া সঙ্গী সব কিছুই সামলাতে পারেন, তখন একধরনের মানসিক দূরত্ব তৈরি হয়। তারা সম্পর্কের ভেতরে “গুরুত্ব হারিয়ে ফেলা” অনুভব করেন, আর সেখান থেকেই শুরু হয় মানসিক দূরত্ব।

২. দায়িত্ব থেকে কিছুটা মুক্তি চাওয়ার প্রবণতা

অনেক পুরুষই অন্তরে এখনো “ছেলেবেলা”টুকু ধরে রাখতে চান।

তারা সব সময় দায়িত্বের বোঝা বইতে চায় না— মাঝে মাঝে নির্ভার থাকতে, একটু নিশ্চিন্ত সময় কাটাতে চান। কিন্তু সমাজ বা পরিবারে “শক্ত পুরুষ” হিসেবে থাকার চাপে তারা নিজের ক্লান্তি প্রকাশ করতে পারেন না।

৩. স্নেহ ও প্রশংসা পাওয়ার ইচ্ছে

পুরুষরা যতই কঠোর বা সংযত মনে হোক না কেন— তারা ভেতরে ভেতরে স্নেহ, যত্ন আর প্রশংসা পাওয়ার অপেক্ষায় থাকে।

যখন তারা দেখেন, নিজের ভালোবাসার মানুষ তার প্রতি কোনো আগ্রহ বা প্রশংসা দেখাচ্ছে না, তখন তারা মন থেকে ভেঙে পড়েন। একটি ছোট প্রশংসাই পুরুষের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিতে পারে— কিন্তু তারা তা মুখে বলতে পারেন না।

আরও পড়ুনঃ ভারত মহাসাগরীয় তলদেশে রয়েছে,”বদলে দেওয়ার শক্তি”! কী সে শক্তি?

৪. গুরুত্ব পেতে চাওয়ার আকাঙ্ক্ষা

হ্যাঁ, পুরুষরা চুপচাপ থাকলেও চান, তাদের কথা শোনা হোক, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হোক।

যখন তারা অনুভব করেন যে, সম্পর্কে তাদের কোনো ভূমিকা বা মূল্য নেই, তখনই তারা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন।

৫. নিজস্ব ফ্যান্টাসি বা কল্পনার জগৎ

প্রতিটি পুরুষেরই কিছু নিজস্ব ভাবনা বা কল্পনা থাকে, যেগুলো তারা খুব কমই প্রকাশ করেন।

এই ‘ফ্যান্টাসি’ হয়তো তাদের কাছে একধরনের মানসিক আশ্রয়। কিন্তু সঙ্গী যদি তা বুঝতে না পারেন বা তুচ্ছ করে দেখেন, তখন পুরুষটি নিজের ভেতরে আরও সঙ্কুচিত হয়ে যায়।

সব পুরুষ একরকম নন, তবে অনেকেই তাদের অনুভূতি মুখে বলেন না— বোঝাতে চান ভালোবাসার আচরণে।

তাই সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে নারীদের উচিত— তাদের সঙ্গীর অপ্রকাশিত ইচ্ছা ও অনুভূতিগুলোকেও গুরুত্ব দেওয়া।

এই মুহূর্তে

আরও পড়ুন