Wednesday, 5 November, 2025
5 November
Homeদক্ষিণবঙ্গMurshidabad: SIR আতঙ্ক? মুর্শিদাবাদের কান্দিতে মোহন শেখ কীটনাশক খেয়ে আত্মঘাতী

Murshidabad: SIR আতঙ্ক? মুর্শিদাবাদের কান্দিতে মোহন শেখ কীটনাশক খেয়ে আত্মঘাতী

ঘটনাস্থল মুর্শিদাবাদের কান্দিতে। পুলিশ সূত্রে জানা দিয়েছে, মৃতের নাম মোহন শেখ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

SIR শুরু পর আরও এক আত্মহত্যার খবর। এক্ষেত্রেও SIR আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ তৃণমূলের। আগরাপাড়া, ইলামবাজার, জামালপুর, ডানকুনি, উলুবেড়িয়ার পর এবার মুর্শিদাবাদ। অভিযোগ, SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন এক ব্যাক্তি। এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের কান্দিতে। পুলিশ সূত্রে জানা দিয়েছে, মৃতের নাম মোহন শেখ।

আরও পড়ুনঃ SIR শুরু হতেই আত্মঘাতী যুবক, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দি পৌরসভার ১২নং ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকায় SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন মোহন নামে ওই ব্যক্তি।  পরিবারের সূত্রে জানা গিয়েছে, মৃত মোহন শেখের নাম ২০০২সালের ভোটার তালিকায় ছিল না।

পরিবারের দাবি, ২০০২ সালের তালিকায় নাম না থাকায়, কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন মোহন। নিজের বাড়ি ঘড় ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে হবে এই ভয়ে এই আতঙ্কে মঙ্গলবার সকালে পাড়ার মাঠে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন।

আরও পড়ুনঃ  আজ থেকেই বাড়ি বাড়ি শুরু SIR কাজ, আতঙ্কিত হওয়ার প্রশ্নই নেই

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

মৃতের ভাই বলেন, “২০০২ সালের তালিকা নাম ছিল না। ভয়ে খাওয়াদাওয়াই বন্ধ করে দিয়েছিল। বলছিল, আমাকে বাইরে পাঠিয়ে দেবে। ও বিষ খেয়ে নিল। বিষ খেয়ে মাঠে পড়েছিল, সে সময়ই ওকে আনতে গিয়েছিলাম, তখনই বলে, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তাই বিষ খেয়ে নিয়েছি।”

এই মুহূর্তে

আরও পড়ুন